কলকাতা: সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ। তবে মেঘের ঘনঘটা তেমন নেই বললেই চলে। মাঝে-মধ্যে আকাশ কালো হচ্ছে ঠিকই তবে রোদও উঠছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। অন্যদিকে, শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরে। এক নজরে আপডেট…
আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। বৃষ্টি বাড়তে শুরু করবে আগামিকাল অর্থাৎ ২৭ জুলাই থেকে।
দার্জিলিং,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে দু’ এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দার্জিলিং,কালিম্পং আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়ি উপরের দিকের এই পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।
তবে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে অনুমান আবহাওয়াবিদদের। শুক্রবারের পর বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
ঘূর্ণাবর্তের অবসান
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায় এবং মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তীসগঢ় সংলগ্ন এলাকায়। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অভিমূখ রয়েছে।
শক্তি বাড়িয়ে আগামী ২৪ ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে এই নিম্নচাপ এগিয়ে যাবে।
আজ থেকে শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে এখনই মুক্তি নেই আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে। তবে শনিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়।