CPIM West Bengal: গণতন্ত্র বাঁচাতে তৃণমূলের সঙ্গে CPM কেন? রাজ্য কমিটির বৈঠকে প্রশ্ন ‘INDIA’ জোট নিয়ে

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 26, 2023 | 7:38 AM

CPIM West Bengal: বাম শিবির সূত্রে খবর, নেতাদের একাংশের বক্তব্য, যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করছেন, তাঁকে নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা কেন?

CPIM West Bengal: গণতন্ত্র বাঁচাতে তৃণমূলের সঙ্গে CPM কেন? রাজ্য কমিটির বৈঠকে প্রশ্ন INDIA জোট নিয়ে
সিপিআইএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: শুরু হয়েছে সিপিআইএম-এর দু’দিনের রাজ্য কমিটির বৈঠক। মঙ্গলবার রাত পর্যন্ত চলে সেই বৈঠক। দেশের গণতন্ত্র বাঁচাতে বিরোধী জোটের সঙ্গে সিপিআইএম কেন ? তা নিয়ে প্রশ্ন তোলেন একাধিক নেতা। তাঁদের মতে বহু বছর পরে দল কিছুটা ভোট পেতে শুরু করেছে। এই অবস্থায় তৃণমূলের সঙ্গে একমঞ্চে বিরোধী বৈঠকে যোগ দিলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। যে সকল ভোট বিজেপি-র কাছ থেকে সবে মাত্র আসা শুরু হয়েছিল তাও ধরে রাখা যাবে কি না সন্দেহ প্রকাশ করেন একাধিক বাম নেতা।

বাম শিবির সূত্রে খবর, নেতাদের একাংশের বক্তব্য, যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করছেন, তাঁকে নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা কেন?

এ দিন বৈঠকের শুরুতেই পার্টি কংগ্রেসের লাইন ব্যাখ্যা করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর বক্তব্যে উঠে আসে, বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা পার্টি কংগ্রেস গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ‘INDIA’ নামক জোট গঠন করে লড়াই করছে। এই অবস্থায় সিপিআইএম তা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারে না। তাতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। বিজেপি মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বলে দাবি সেলিমের। তাই পার্টি সদস্য এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছতে হবে বলে গতকালের বৈঠকে বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করা হবে। এ কথা রিপোর্টে উল্লেখ করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক।

উল্লেখ্য, দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে এবার মূল আলোচ্য বিষয় ছিল পঞ্চায়েত নির্বাচনের পর্যালোচনা। এবার কিছু ভোট বামেদের পক্ষে এলেও বিজেপিই দ্বিতীয় স্থানে রয়েছে। সেখান থেকে মানুষকে টেনে আনা যাচ্ছে না বলে বৈঠকে স্বীকার করে নিয়েছেন উত্তরবঙ্গের সিপিআইএমের নেতারা।

অন্যদিকে, তুলনামূলক দক্ষিণবঙ্গে ভাল ফল হয়েছে বলেও দাবি বাম শিবিরের। বিশেষ করে হুগলি,উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার ফল ভাল বলে পর্যালোচনায় উঠে এসেছে।

তৃণমূলের এই সন্ত্রাসের মধ্যেও সাধারণ মানুষ কীভাবে প্রতিরোধ গড়ে তুলেছে সে কথা বলেন হুগলি এবং হাওড়া জেলার নেতারা। পাশাপাশি কংগ্রেসের সঙ্গে জোট যে এবার অনেকটাই ইতিবাচক হয়েছে তেমনই উঠে এসেছে বক্তাদের কথায়।

তবে INDIA জোট আর তাতে তৃণমূলের সঙ্গে বৈঠক। যা নিয়ে বিজেপি প্রচার করছে, এ ক্ষেত্রে মোকাবিলায় রণকৌশল কী হবে, মঙ্গলবার রাত পর্যন্ত চলা বৈঠকে বারবার সেই প্রসঙ্গ যেমন উঠে এসেছে, সেভাবেই বুধবারও এ বিষয়ে আবারও আলোচনা হতে পারে বলে খবর।

৫ অগস্ট কাকাবাবু মুজফফর আহমেদের জন্মদিনে যে কর্মসূচি নেওয়া হচ্ছে। সেখানে এই প্রসঙ্গে ব্যাখ্যা করতে পারেন রাজ্য সিপিআইএম নেতৃত্ব।

Next Article