Kolkata Market: লাগাতার বৃষ্টিতে ফসলের ক্ষতি, রবিবারের সকালে সবজি কিনতে হাত পুড়ছে কলকাতাবাসীর

Soma Das | Edited By: জয়দীপ দাস

Oct 08, 2023 | 8:49 AM

Kolkata Market: ব্যবসায়ীরা বলছেন, তাঁদের বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে পাইকারি বাজার থেকে। এদিন সকালে মানিকতলা বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কিলো দরে। পেঁপে কুড়ি টাকা কিলো। গাজর ৫০ টাকা কিলো। টমেটো ৫০ টাকা কেজি।

Kolkata Market: লাগাতার বৃষ্টিতে ফসলের ক্ষতি, রবিবারের সকালে সবজি কিনতে হাত পুড়ছে কলকাতাবাসীর
চাপ বাড়ছে মধ্যবিত্তের
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: পুজোর মুখেই বাজারে আগুন। রবিবারের সকালে বাজারে গিয়ে আগুনে দামে হাতে ছ্যাঁকা আম-আদমির। ফুলকপি থেকে আলু, সবরই দাম আকাশছোঁয়া। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার সব বাজারের একই অবস্থা। বিক্রেতারা বলছেন, বিগত কয়েকদিনে রাজ্যের সবপ্রান্তেই প্রচুর বৃষ্টি হয়েছে। তারফলে ফসলেরও ক্ষতি হয়েছে বিস্তর। মাঠেই পচে গিয়েছে সবজি। যেগুলি টিকে গিয়েছে সেগুলির একটা বড় অংশতেই রোদ উঠতেই পচন দেখা দিচ্ছে। আরামবাগ থেকে ভাঙড়, সর্বত্রই একই অবস্থা। বন্যা পরিস্থিতি একাধিক জেলায়। তারফলেই চড়ছে ফসলের দাম। চিন্তায় মধ্যবিত্ত। 

ব্যবসায়ীরা বলছেন, তাঁদের বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে পাইকারি বাজার থেকে। এদিন সকালে মানিকতলা বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কিলো দরে। পেঁপে কুড়ি টাকা কিলো। গাজর ৫০ টাকা কিলো। টমেটো ৫০ টাকা কেজি। করলা ষাট টাকা কেজি। বাঁধাকপি ৫০ টাকা কেজি। পটল ৬০ টাকা কেজি। এই পটলই কয়েকদিন আগে ৪০ টাকায় পাওয়া যাচ্ছিল। বেগুন ৮০ থেকে ৯০ টাকা কেজি।

অন্যদিকে ঝিঙে ৫০ থেকে ৬০ টাকা কেজি। কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে দেড়শো, দুশো টাকা কেজি প্রতি।  ফুলকপি ৫০ টাকা পিস। একটু বড় সাইজের বেগুন ১০০ টাকা কেজি। মোটের উপর সব সবজিতেই গড়ে কিলো প্রতি কুড়ি টাকা করে বেড়ে গিয়েছে। ক্যাপসিকাম ১৫০ টাকা কেজি। ঢ্যাড়শ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কিলো দরে। দেশি পটল ১০০ টাকা কেজি। 

 

Next Article