Bhangar: লাগাতার বৃষ্টির জলের তলায় চাষের জমি, ভাঙড়ে ক্ষয়ক্ষতির ছাপ পড়ছে কলকাতার বাজারেও

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 08, 2023 | 9:27 AM

Bhangar: কলকাতার উত্তর থেকে দক্ষিণ, শাকসবজির দাম সর্বত্রই আকাশছোঁয়া। সবজি প্রতি গড়ের দাম বেড়েছে কুড়ি থেকে ত্রিশ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। লঙ্কা বিকোচ্ছে দেড়শো থেকে ২০০ টাকা কেজি দরে।

Bhangar: লাগাতার বৃষ্টির জলের তলায় চাষের জমি, ভাঙড়ে ক্ষয়ক্ষতির ছাপ পড়ছে কলকাতার বাজারেও
চিন্তায় কৃষকেরা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: টানা বৃষ্টির কারণে ভাঙড়ে ব্যাপক ক্ষতি কৃষিজ ফসলের। জমিতে পচন ধরেছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ঢেঁড়স, লাউ-সহ নানা সবজির। যার কারণে ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে সবজির দাম। পাশাপাশি ফোড়েদের মধ্যস্থতায় গৃহস্থালির ঘরে যেটুকু সতেজ সবজি যাচ্ছে তার দাম অনেক বেশি। ভাঙড়কে দক্ষিণ ২৪ পরগণার সবজি ভাণ্ডার বলা হয়। ফি বছর নানা ধরনের সতেজ সবজি কলকাতা সহ পাশ্ববর্তী এলাকায় যায় এই ভাঙড় থেকেই। শীতকালীন সবজির পাশাপাশি একরকম সারাবছরই নানা ধরণের সবজি চাষ হয় ভাঙড়ে। যা কলকাতা সহ পাশ্ববর্তী এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছায়।  

এদিকে নিম্নচাপের কারণে বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে আগামী দিনে সতেজ সবুজ সবজির দামও অনেক বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষকরা। যদিও সেই আশঙ্কা ইতিমধ্যেই যে সত্যি হতে শুরু করেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী বাজারগুলিতে ঘুরলেই। 

কলকাতার উত্তর থেকে দক্ষিণ, শাকসবজির দাম সর্বত্রই আকাশছোঁয়া। সবজি প্রতি গড়ের দাম বেড়েছে কুড়ি থেকে ত্রিশ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। লঙ্কা বিকোচ্ছে দেড়শো থেকে ২০০ টাকা কেজি দরে। পুজোয় দাম কমার কোনও সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না বিক্রেতারা। অতি বৃষ্টির কারণে জেলায় জেলায় শাকসবজি পচে গেছে। তারমধ্যে ফোরে রাজদেরও আধিপত্য রয়েছে। সব মিলিয়ে আমজনতার হয়রানি। সরকারি নজরদারি এবং সরকারি নিয়ন্ত্রণ প্রয়োজন আছে বলে মনে করছেন ক্রেতারাই।

Next Article