Kolkata Metro: পুজোর কেনাকাটায় বাড়ছে ভিড়, বাড়তি যাত্রীর কথায় মাথায় রেখে বড় ঘোষণা কলকাতা মেট্রোর

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 31, 2022 | 7:56 PM

Kolkata Metro: আসছে পুজো, জোরকদমে চলছে কেনাকেটা! বাড়তি যাত্রীর কথায় মাথায় রেখে বড় ঘোষণা কলকাতা মেট্রোর।

Kolkata Metro: পুজোর কেনাকাটায় বাড়ছে ভিড়, বাড়তি যাত্রীর কথায় মাথায় রেখে বড় ঘোষণা কলকাতা মেট্রোর
ছবি- বাড়তি যাত্রীর কথায় মাথায় রেখে বড় ঘোষণা কলকাতা মেট্রোর।

Follow Us

কলকাতা: পুজো উপলক্ষে এবার বড় ঘোষণা কলকাতা মেট্রোর (Kolkata Metro)। প্রাক পুজো (Durga Puja 2022) উপলক্ষে মেট্রো পরিষেবা বাড়াচ্ছে কলকাতা মেট্রো(Metro)। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যে পরিমাণ মেট্রো রেক চলত তার থেকে অনেক বেশি রেক চলবে বলে খবর। তবে, শনিবার এবং রবিবারগুলিতেই মূলত এই বাড়তি রেক চালানো হবে বলে জানা যাচ্ছে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই বাড়তি রেক চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে। সূত্রের খবর, এখন প্রতি শনিবারে মেট্রো রেক চলে ২৩৪টি। এখন থেকে নির্দিষ্ট করে দেওয়া দিনে চলবে ২৮২টি। রবিবার চলে ১৩০ টি। নতুন সিদ্ধান্তের পর চলবে ১৬৪ টি।

এদিকে আগেই ইউনেস্কোর তরফে কলকাতার দুর্গাপুজোকে ইনট্যানজেবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি স্বীকৃতি দেওয়া হয়েছিল। আর সে কারণেই ইউনিস্কোকে পাল্টা ধন্যবাদ জানাতে ১ সেপ্টেম্বর শহরের বুকে হচ্ছে বিশাল শোভাযাত্রা। যার ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। ১ সেপ্টেম্বর কলকাতার দুর্গাপুজোর ওই শোভাযাত্রায় উপস্থিত থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। সহজ কথায় মূল পুজোর একমাস আগে থেকেই দুর্গোৎসবের উদযাপন শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছিল। যা নিয়ে আম-আদমির মধ্যে এখন থেকেই উন্মাদনা দেখা যাচ্ছে। কেনাকাটা করতে দোকানগুলিতেও বাড়ছে ভিড়। আর সে কথা মাথায় রেখেই মেট্রোর এই সিদ্ধান্ত। 

মেট্রোর রেক বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে ইতিমধ্যেই একটি বিবৃতি দেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে। তাতে বলা হয়েছে আসন্ন শারদোৎসবের আগে কেনাকাটা করতে ক্রেতাদের ভিড় বাড়ায়, মেট্রো রেলওয়ে ০৩.০৯.২০২২ (শনিবার) থেকে ২৫.০৯.২০২২ (রবিবার) পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরে শনি ও রবিবার বিশেষ প্রাক-পূজা মেট্রো পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দিনের শুরুর মেট্রো ও শেষের মেট্রোর সময়সূচী একই থাকছে।

Next Article