Abhishek Banerjee’s Birthday: ‘দাদা একবার হাত মেলান’, জন্মদিনে অভিষেককে দেখতে নামল জনতার ঢল

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 07, 2023 | 6:56 PM

Abhishek Banerjee's Birthday: এদিন সকাল থেকেই দলের নেতা-বিধায়করাও শুভেচ্ছা বার্তা জানান অভিষেককে। তাঁর দীর্ঘায়ু কামনা করে নৈহাটির বড় মা কালী মন্দিরে বিশেষ যজ্ঞেরও আয়োজন করা হয়েছিল। একইসঙ্গে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দেওয়া পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা ডায়মন্ড-হারবার।

Abhishek Banerjees Birthday: ‘দাদা একবার হাত মেলান’, জন্মদিনে অভিষেককে দেখতে নামল জনতার ঢল
তুমুল উচ্ছ্বাস তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কাটিয়ে ফেলেছেন ৩৫টা বসন্ত। এদিনই ৩৬ বছরে পা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর জন্মদিন উপলক্ষে এদিন দিনভর তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে দেখা গেল তুমুল উচ্ছ্বাস। যদিও গত রাত থেকেই উন্মাদনার পারদ চড়ছিল সোশ্যাল মিডিয়ায়। শুভেচ্ছার বন্য়ায় ভাসছিলেন তৃণমূলের সেনাপতি। বাড়ির সামনেও নেমেছিল জনতার ঢল। তাঁদের সঙ্গে দেখা করতে জন্মদিনের দুপুরে বাড়ির বাইরে বেরিয়ে আসেন অভিষেক। সঙ্গে সন্তান। তৃণমূলের কর্মী সমর্থকদের হাত নেড়ে পাল্টা অভিবাদনও জানান অভিষেক। তাঁকে দেখে শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাস ছিল রীতিমতো দেখার মতো।

অন্যদিকে এদিন সকাল থেকেই দলের নেতা-বিধায়করাও শুভেচ্ছা বার্তা জানান অভিষেককে। তাঁর দীর্ঘায়ু কামনা করে নৈহাটির বড় মা কালী মন্দিরে বিশেষ যজ্ঞেরও আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, একইসঙ্গে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দেওয়া পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা ডায়মন্ড-হারবার। খানিক একই ছবির প্রতিচ্ছবি দেখা গিয়েছে কলকাতা থেকে জেলাতেও।  

দুপুরে যখন অল্প সময়ের জন্য বাড়ি থেকে বের হন অভিষের, তখন রীতিমতো বাজনা বাজিয়ে তাঁকে স্বাগত জানান দলের কর্মী-সমর্থকেরা। অনেকের সঙ্গে হাতও মেলান অভিষেক। কাটেন কেক। ইতিমধ্যেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ারও করা হয়েছে ফেসবুকে। সেখানেও আসছে শুভেচ্ছার বন্যা।

Next Article