CTET: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার সুযোগ পাবেন কেন্দ্রীয় টেট (CTET) উত্তীর্ণরা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 22, 2022 | 8:02 PM

হাইকোর্ট কেন্দ্রীয় টেট উত্তীর্ণদেরও রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়ার নির্দেশ দেওয়ায় রাজ্যের চাকরিপ্রার্থীদের প্রতিযোগিতা যে আরও বেড়ে গেল, তা বলা বাহুল্য।

CTET: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার সুযোগ পাবেন কেন্দ্রীয় টেট (CTET) উত্তীর্ণরা
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা হাইকোর্টের।

Follow Us

কলকাতা: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার সুযোগ পাবেন কেন্দ্রীয় টেট (CTET) উত্তীর্ণরাও। এবারেই প্রথম কেন্দ্রীয় টেট উত্তীর্ণরা রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন তাঁরা। কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই সুযোগ পাচ্ছেন কেন্দ্রীয় টেট উত্তীর্ণরা। যদিও শেষ পর্যন্ত রাজ্যে চাকরির নিয়োগপত্র তাঁরা হাতে পাবেন কিনা , তা এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি হাইকোর্টে দায়ের হওয়া এক মামলার প্রেক্ষিতে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রীয় টেট উত্তীর্ণদের (CTET) সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেই কেন্দ্রীয় টেট উত্তীর্ণরা অংশ নিতে পারবে বলে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর সেই নির্দেশ মেনে এবার পরীক্ষায় বসার ছাড়পত্র পেলেন কেন্দ্রীয় টেট (CTET) উত্তীর্ণরা। তবে পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরির সুপারিশে চূড়ান্ত ছাড়পত্র দেবে হাইকোর্ট। এমনটাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, মূলত CBSE, ICSE বোর্ডের ছাত্র-ছাত্রীরাই কেন্দ্রীয় টেট (CTET) পরীক্ষায় বসেন। অর্থাৎ কেন্দ্রীয় টেট উত্তীর্ণদের মধ্যে সারা দেশের বিভিন্ন রাজ্যের চাকরিপ্রার্থী রয়েছেন। অন্যদিকে, রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এতদিন কেবল পশ্চিমবঙ্গ কাউন্সিল বোর্ডের ছাত্র-ছাত্রীরাই অংশগ্রহণ করতে পারতেন। এবার হাইকোর্ট কেন্দ্রীয় টেট উত্তীর্ণদেরও রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়ার নির্দেশ দেওয়ায় রাজ্যের চাকরিপ্রার্থীদের প্রতিযোগিতা যে আরও বেড়ে গেল, তা বলা বাহুল্য।

যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ধরনের কড়া নির্দেশ এটা নতুন কিছু নয়। স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন মামলা থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বারবার কড়া পদক্ষেপ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রতিবারই চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। এবারও কেন্দ্রীয় টেট উত্তীর্ণদের রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়ার নির্দেশ দিয়ে নজির গড়লেন তিনি।

Next Article