কলকাতা: বাংলাতেও এবার আসতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বছর শেষের আগে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদে অংশ নিতে কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। জানা গিয়েছে, বছর শেষের ঠিক একদিন আগেই তিনি হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন। তবে এই মর্মে প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
ভারত জুড়ে ইতিমধ্যেই ছয়টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এবার আরও একটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে বলে খবর। এবং তা খোদ বাংলাতেই। মনে করা হচ্ছে, ৩০ ডিসেম্বরেই হাওড়া থেকে শুরু হবে হাওড়া-নিউ জলপাইগুড়ির বন্দে ভারত এক্সপ্রেস। এই এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হলে বাঙালির প্রিয় পাহাড়ে যাওয়ার ক্ষেত্রে সময় অনেকটা কমে যাবে। ভারতীয় রেলওয়ের তরফে জানা গিয়েছে, সপ্তাহের ছয়দিনই চলবে এই ট্রেন। ফলে লাভবান হবেন বাংলার যাত্রীরা। যাত্রাপথে দুটি স্টেশনে দাঁড়াবে এই বন্দে ভারত এক্সপ্রেস। বোলপুর ও মালদা। অর্থাৎ, এইবার বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে রবি ঠাকুরের ভূমেও ঘুরে আসা যাবে।
এদিকে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, শুধুমাত্র হাওড়া-জলপাইগুড়ি নয় আগামী দিনে হাওড়া-রাঁচি, হাওড়া-ঝাড়সুগুদা, হাওড়া-ভুবনেশ্বর, হাওড়া-পটনা রুটেও বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে। এদিকে একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই প্রসঙ্গে জানিয়েছেন, এই ট্রেনটি চালানোর জন্য প্রস্তুত পূর্ব রেল। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী সময় দিতে পারলে ৩০ ডিসেম্বর হাওড়া থেকেই এই হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে। জানা গিয়েছে, ভোর ৫ টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে যেতে পারে এই ট্রেন। আর এনজেপি স্টেশনে এটি পৌঁছে যাবে দুপুর ১ টা ৫০ মিনিটে। মাঝে মালদা টাউনে পৌঁছে যাচ্ছে ১০:৪৫ মিনিটে। আর সেখান থেকে ছেড়ে যাচ্ছে ১০:৫০ মিনিটে। এদিকে উল্টোদিকে এনজেপি থেকে দুুপুর ২ টো ৫০ এ ছেড়ে আসছে। হাওড়ায় গিয়ে পৌঁছাচ্ছে রাত ১০ টা ৫০ মিনিটে। মাঝখানে মালদায় পৌঁছাচ্ছে বিকেল ৫ টা ৫৫ মিনিটে। আর ছেড়ে আসছে ৬ টায়।
এদিকে ট্রায়াল রানের সময় দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মাত্র ৫২ সেকেন্ডে ঘণ্টা প্রতি ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলে নিয়েছিল। ট্রেনের যাত্রা শুরুর ৫২ সেকেন্ডের মধ্যে এই গতিবেগ তুলে বুলেট ট্রেনের রেকর্ডও ভেঙে দিয়েছে বন্দে ভারত। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিমি হলেও বর্তমানে ১৫০ থেকে ১৬০ প্রতি ঘণ্টা বেগেই এই ট্রেনটি চলছে সব রুটে। আর এই গতিবেগে হাওড়া-এনজেপি রুটে এই এক্সপ্রেস চলার ফলে আখেড়ে লাভবান হবেন বাংলার বাসিন্দারাই।