কলকাতা: রাজ্যের বিভিন্ন ক্লাব এবং পুজো কমিটিকে দুর্গাপুজো হিসাবে আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার। গত কয়েক বছর ধরেই তা শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এ বার রাজ্যের দুর্গাপুজোর ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিন কেন্দ্র। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা দেওয়া হয়েছে। এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তা করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।
মোট ৩৫টি ক্লাবের হাতে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫টি ক্লাব পেয়েছে ৫০ হাজার টাকা করে। এবং ১০টি ক্লাবকে ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। কলকাতার মধ্যে যেমন রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, কালীঘাটের নেপাল ভট্টাচার্য ক্লাব। তেমনই টাকা পেয়েছে বালুরঘাটের সুকান্ত মজুমদারের ক্লাবও।
মূলত বিজেপি নেতাদের পুজোকে পুরস্কৃত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তা মানতে নারাজ উদ্যোক্তারা। তাঁদের দাবি, ধর্ম নিষ্ঠা মেনে যারা পুজো করে, আর সামাজিক কাজ করে, তারা সম্মানিত হয়েছে।