Cyber Crime: কোর্ট থেকে ধরেছিল সিআইডি, সাইবার-প্রতারণায় এবার গ্রেফতার বিধাননগর পুলিশের

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Aug 26, 2023 | 8:15 PM

Saltlake: সল্টলেকেই ভুয়ো কলসেন্টার খুলে প্রতারণা করার অভিযোগে নাম জড়ায় কুণাল গুপ্তার। গত বছর ৮ অগস্ট অভিযোগ পায় পুলিশ। সেইমতোই বিধাননগর সাইবার শাখা এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যৌথ অভিযান চালায় সল্টলেকের এক বহুতলে।

Cyber Crime: কোর্ট থেকে ধরেছিল সিআইডি, সাইবার-প্রতারণায় এবার গ্রেফতার বিধাননগর পুলিশের
গ্রেফতার কুণাল গুপ্তা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ইডির নজরে ছিলেন, আদালত চত্বর থেকে তাঁকে গ্রেফতার করেছিল সিআইডিও। এবার সেই কুণাল গুপ্তাকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। শুক্রবার তথ্যপ্রযুক্তি নগরী থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। সাইবার জালিয়াতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। অবশেষে তাঁকে নাগালে পেল পুলিশ। শনিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় তাঁকে। ১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সল্টলেকেই ভুয়ো কলসেন্টার খুলে প্রতারণা করার অভিযোগে নাম জড়ায় কুণাল গুপ্তার। গত বছর ৮ অগস্ট অভিযোগ পায় পুলিশ। সেইমতোই বিধাননগর সাইবার শাখা এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যৌথ অভিযান চালায় সল্টলেকের এক বহুতলে। অভিযোগ, এরপর দুবাইয়ে গা ঢাকা দেন তিনি। পুলিশ চার্জশিটে তাঁর নাম রাখলেও অধরাই ছিলেন কুণাল। ওয়ারেন্ট ইস্যুও জারি করে। সেই ওয়ারেন্টের ভিত্তিতে শুক্রবার রাতে গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, সরকারি কাগজপত্র জাল, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রয়েছে।

প্রসঙ্গত কুণাল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগ ওঠে। আদালত অবধি গড়ায় তা। গত বৃহস্পতিবার আদালতে মামলা চলছিল। সেই সময় তাঁদের সিআইডি আটক করে। তাঁদের আইনজীবী আদালতে এ নিয়ে জানালে, তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিআইডি কার নির্দেশে এমন ঘটনা ঘটাল আদালত জানতে চায়। রাজ্যকে নির্দেশ দেওয়া হয়, যে অফিসাররা ধরেছেন, তাঁদের দ্রুত হাজির করাতে হবে। না হলে আদালত কড়া নির্দেশ দেবে। এরপর যদিও গুপ্তা দম্পতিকে ছেড়ে দেয় সিআইডি। তবে শনিবার গুপ্তা দম্পতিকে সিআইডি তলব করেছিল। তার আগেই গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

Next Article