পোলিও নিয়ে সচেতনতার বার্তা দিতে আজ, শনিবার এক সাইকেল ব়্যালি হয়ে গেল নিউটাউনে। রোটারি ক্লাব অফ সাউথ সিটি, রোটারি ক্লাব অফ আরবানা এবং রোটারি ক্লাব অফ রবীন্দ্র সরোবরের মিলিত উদ্যোগে এই ব়্যালি সম্পন্ন হয়েছে। নিউটাউন বিজনেস ক্লাবে অনুষ্ঠিত এই ব়্যালিতে ২৫০জন সাইকেল চালক অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ৬টায শুরু হওয়া এই ব়্যালি হয় বিশ্ববাংলা গেট থেকে নিউটাউন পর্যন্ত। পোলিও-সচেতনতার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কাজের সঙ্গে যুক্ত বিশিষ্ট কয়েকজন মানুষকেও সম্মানিত করা হয়। লকডাউনের সময বেড়েছে সাইকেল চালানোর প্রবণতা। এতে শরীর আর মন, দু্ই-ই ভাল থাকে। তাই সাইক্লিংয়ে আরও মানুষকে উৎসাহিত করাও ছিল এই ব়্যালির অন্য় একটি উদ্দেশ্য।
রোটারি ক্লাব অফ আরবানার সভাপতি তথা পরিচালক অরিন্দম শীল বলেন, “লকডাউনে গৃহবন্দি থাকার পর মানুষ মানসিকভাবে বিপর্যস্ত। প্রচুর মানুষকে এই সময় ফাঁকা রাস্তায় সাইকেল চালাতে দেখা গিয়েছে। এছাড়াও অনেকে কাজের জন্য বহুদূর সাইকেল চালিয়ে যাতায়াত করেন। আমার ছোটবেলা থেকেই সাইকেলের প্রতি আলাদা টান রয়েছে। ছোটবেলায় তিনচাকার সাইকেল চালানো থেকে কলেজের সময় সাইকেল চালিয়ে কলেজপাড়া যাওয়া… অভিজ্ঞতার ঝুলিতে সাইকেল নিয়ে গল্প আছে ঢের। অনেক গল্প… অনেক আবেগ।” এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা রোটারি ক্লাব অফ রবীন্দ্র সরোবরের সভাপতি চিকিৎসক সুদীপ বসু। তাঁর কথায়, “আমরা পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষকে পুরস্কৃত করেছি এই অনুষ্ঠানে। সেই তালিকায় রয়েছেন ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার এবং পরিবেশপ্রেমী।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল ন্য়ুনতম ১৮ বছর। তবে ১২ থেকে ৫২ বছর পর্যন্ত মানুষ সাইকেল চালান নিউটাউনের রাস্তায়। অনেকে যাঁরা সাইকেল চালাতে জানেন না, তাঁরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।