Weather Update: কালীপুজোয় ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, সবথেকে বেশি প্রভাব পড়তে পারে সুন্দরবনে, সতর্ক করল হাওয়া অফিস

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 21, 2022 | 5:13 PM

Weather news: আগামী ২৪ ও ২৫ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের উপর এই ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Weather Update: কালীপুজোয় ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, সবথেকে বেশি প্রভাব পড়তে পারে সুন্দরবনে, সতর্ক করল হাওয়া অফিস
কেমন থাকবে কালীপুজোয় আবহাওয়া?

Follow Us

কলকাতা: কালীপুজোর মরশুমে সাগরে একটি ঘূর্ণিঝড় (Cyclone in Kali Puja) তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই সতর্ক রয়েছে প্রশাসন। সজাগ দৃষ্টি রাখছে আলিপুর আবহাওয়া দফতরও। ঘূর্ণিঝড়ে সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে সুন্দরবন এলাকায়, আশঙ্কা করছে হাওয়া অফিস। শুক্রবার আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে সুন্দরবন এলাকার ওপর। আগামী ২৪ ও ২৫ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের উপর এই ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আন্দামান সাগরের ওপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি নিম্নচাপ রূপেই আন্দামান সাগরের ওপর অবস্থান করছে। এটি প্রথম অবস্থায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২২ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে ২৩ অক্টোবর এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর থেকে এটি বাঁক নিয়ে উত্তর দিকে এগিয়ে ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে ২৪ অক্টোবর। ২৫ অক্টোবর নাগাদ এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি চলে আসতে পারে, তবে সমুদ্রের উপরেই সেটি অবস্থান করবে।

তবে এই ঘূর্ণিঝড়ের কারণে ২৪ ও ২৫ অক্টোবর পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উত্তর বঙ্গোপসাগরের উপর এই সিস্টেমটি থাকবে, ফলে উপকূলের জেলাগুলিতে ২৪ অক্টোবর থেকে ৪৫-৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে হাওয়া বইতে পারে। ২৫ অক্টোবর থেকে হাওয়ার গতিবেগ আরও কিছুটা বাড়তে পারে। দুই ২৪ পরগনা ওবং পূর্ব মেদিনীপুরে এই দিনে ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে হাওয়া বইবে।

কলকাতায় ২৪ অক্টোবর হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৫ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকা যেমন হাওড়া, হুগলি… এইসব জায়গায় হাওয়ার গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। ২৪ ও ২৫ অক্টোবর পর্যটকদেরও সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। সবথেকে বেশি প্রভাব পড়তে পারে সুন্দরবন এলাকায়। তাই ওই দুই দিন সুন্দরবনের নদীগুলিতে ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

Next Article