Cyclone Mocha Update: আন্দামানে দুর্যোগের আশঙ্কা, মোখার তাণ্ডব কি দেখবে কলকাতাবাসী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 04, 2023 | 1:53 PM

Weather Update: ৮-১১ মে, এই চারদিন পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করেছে হাওয়া অফিস। বন্ধ রাখতে বলা হয়েছে জাহাজ চলাচলও।

Cyclone Mocha Update: আন্দামানে দুর্যোগের আশঙ্কা, মোখার তাণ্ডব কি দেখবে কলকাতাবাসী
সাইক্লোন মোখা কি আছড়ে পড়বে? (ছবি: পিটিআই)

Follow Us

কমলেশ চৌধুরী ও সৌভিক সরকার

কলকাতা: একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হয়েছে। যার জেরে ঠন্ডা হয়েছে পরিবেশ। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামিকাল থেকে ফের বাড়বে তাপমাত্রা। অপরদিকে, ঘূর্ণিঝড় মোখার জন্য জারি হয়েছে সতর্কবার্তাও।

ঘূর্ণিঝড় মোখার আপেডট

হাওয়া অফিসের পূর্বাভাস, ৬ই মে শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত পরদিন রবিবার ৭ মে নিম্নচাপে পরিণত হবে। ৮ মে সোমবার গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। মঙ্গলবার অর্থাৎ ৯ মে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে ঘূর্ণিঝড় কোন পথে এগোবে তা নষ্ট করে আবহাওয়া দফতর এখনো জানায়নি। যদিও আমেরিকা ও ইউরোপের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ঘূর্ণিঝড় ১৪ মে-এর মধ্যে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের স্থলেভাগে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মোখা। নাম দিয়েছে ইয়েমেন।

এ দিকে, ঘূর্ণিঝড়ের জেরে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ৮-১১ মে, এই চারদিন পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করেছে হাওয়া অফিস। বন্ধ রাখতে বলা হয়েছে জাহাজ চলাচলও। আন্দামান-নিকোবরে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্যও সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। ৮ মে রাত থেকে ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে আন্দামান-নিকোবরে। পরে ঝড়ের গতিবেগ আরও বাড়তে পারে। ৭ ও ৮ মে আন্দামানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছ।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আজ বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়লে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে। বিকেল বা সন্ধ্যা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

তাপমাত্রার পরিসংখ্যান
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬দশমিক ১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২ দশমিক ৩ মিলিমিটার।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আজ বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হবে।

Next Article