কলকাতা: পুরসভা সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্যের তরফে এই আর্জি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে সিঙ্গল বেঞ্চের সিবিআই নির্দেশে এক সপ্তাহের স্থগিতাদেশ জারি করা হয়। নির্দেশ দেওয়া হয় মামলা নতুন বেঞ্চে যাওয়ার পর সেখানে পুনর্বিবেচনার আর্জি জানানো যাবে। আগামী সোমবার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, প্রোমোটার অয়ন শীলের বাড়ি থেকে একাধিক নিয়োগ সংক্রান্ত নথি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, সেখানে ছিল রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগসংক্রান্ত কাগজপত্রও। তাতেই তদন্তকারীরা সন্দেহ করেন, এই নিয়োগ দুর্নীতি শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও হয়েছে। পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য আদালতের দ্বারস্থ হয় সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ নির্দেশ দেয়, পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত করতে পারবে সিবিআই। পুরনিয়োগেও দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। এক সপ্তাহের স্থগিতাদেশ দিয়ে সেই মামলা আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সেই মামলার প্রেক্ষিতেই রাজ্যের তরফে পুনর্বিবেচনার আর্জি জানানো হল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। অন্যদিকে,আবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আরও একটি আবেদন করেন চাকরিজীবীদের আইনজীবী। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার শেষ অর্ডারে সুপ্রিম কোর্টের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি। কিন্তু কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে না সিবিআই বা ইডি? এই মর্মেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন করেন চাকরিপ্রার্থীদের আইনজীবী।