Madrasah Service Commission: ১০ বছর ধরে নিয়োগ নেই, কালীঘাটে মিছিল মাদ্রাসার চাকরিপ্রার্থীদের

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

May 04, 2023 | 2:23 PM

Protest: সূত্রের খবর, ৩ হাজার ১৮৩টি শূন্যপদে নিয়োগের কথা ছিল। চাকরিপ্রার্থীদের অভিযোগ, তাঁরা শুধু প্রতিশ্রুতি পাচ্ছেন। আলোচনা হচ্ছে।

Madrasah Service Commission: ১০ বছর ধরে নিয়োগ নেই, কালীঘাটে মিছিল মাদ্রাসার চাকরিপ্রার্থীদের
চাকরির দাবিতে বিক্ষোভ।

Follow Us

কলকাতা: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের মিছিল। বৃহস্পতিবার যতীন দাস পার্ক মেট্রো স্টেশন চত্বর থেকে চাকরি প্রার্থীদের একটি মিছিল বের হয়। হাজরা মোড়ে তাদের জমায়েত ছিল। চাকরি প্রার্থীদের বক্তব্য, ২০১৩ সাল থেকে তাঁদের সমস্যা চলছে। এখনও তার সমাধান হয়নি। সেই সময় থেকেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আন্দোলন, অবস্থান বিক্ষোভ, অনশন করছেন। কিন্তু ২০২৩ সালে এসেও সেই সমস্যার সমাধান হয়নি। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ তুলে এদিন পথে নামেন চাকরিপ্রার্থীরা। কালীঘাটমুখী তাঁদের এই মিছিল। এদিন যে ব্যানারকে সামনে রেখে তাঁদের এই মিছিল, সেখানে লেখা রয়েছে, ‘প্রতিশ্রুতি নয়, নিয়োগ চাই’।

চাকরিপ্রার্থী নবীনচন্দ্র বেরার কথায়, “১০ বছর আগে একটিমাত্র নোটিফিকেশন হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের। ২০১৩ সালে নোটিফিকেশনের পর ২০১৪ সালে পরীক্ষা হয়। ২০১৬ সালে ফল প্রকাশিত হয়। ২০১৭ সালে ইন্টারভিউ হয়। ২০১৮ সালে কোথাও কোনও প্যানেল প্রকাশ না করে লুকিয়ে কয়েকজনকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছিল। অথচ আমরা পাশ করেছি, ইন্টারভিউ দিয়েছি, আজও আমরা পথে পথে ঘুরছি।”

সূত্রের খবর, ৩ হাজার ১৮৩টি শূন্যপদে নিয়োগের কথা ছিল। চাকরিপ্রার্থীদের অভিযোগ, তাঁরা শুধু প্রতিশ্রুতি পাচ্ছেন। আলোচনা হচ্ছে। অথচ নিয়োগ নিয়ে কোনও উচ্চবাচ্য নেই কমিশনের। তাঁদের দাবি, আজ তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তার পরই এখান থেকে যাবেন। এই মুহূর্তে মালদহ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রাসা চাকরিপ্রার্থীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি গোটা রাজ্যের সঙ্গে বৈঠক করেন। তাই তাঁদের সঙ্গেও ভার্চুয়ালি কথা বলুন।

Next Article