Cyclone Remal: রেগে লাল রেমাল, বৃষ্টি দিয়ে শুরু, শেষ কী দিয়ে করবে জানাল আবহাওয়া দফতর

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

May 25, 2024 | 7:11 PM

Cyclone Remal: হাওয়া অফিস বলছে, দক্ষিণ ২৪ পরগনায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর ২৪ পরগনা জেলাতে ঝড়ের গতিবেগ হতে পারে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত। কলকাতা, হাওড়া. পূর্ব মেদিনীপুর, নদিয়াতে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

Cyclone Remal: রেগে লাল রেমাল, বৃষ্টি দিয়ে শুরু, শেষ কী দিয়ে করবে জানাল আবহাওয়া দফতর
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Network

Follow Us

কলকাতা: সময় যত গড়াচ্ছে ভয় যেন ততই বাড়ছে। ঘন কালো মেঘে ঢাকা পড়ছে আকাশ। উপকূলবর্তী এলাকাতেও বাড়ছে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। এদিকে এদিন সন্ধ্য়াতেই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছে রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়তে পারে। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। 

এদিকে শনিবার দুুপুরের পরের থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাংলার একাধিক জেলায়। শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিও হতে পারে কয়েকটি জায়গায়। বেশ ভাল বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। 

হাওয়া অফিস বলছে, দক্ষিণ ২৪ পরগনায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর ২৪ পরগনা জেলাতে ঝড়ের গতিবেগ হতে পারে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত। কলকাতা, হাওড়া. পূর্ব মেদিনীপুর, নদিয়াতে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে। হুগলি ও পূর্ব বর্ধমানে গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত। শুধু দক্ষিণবঙ্গ নয়। ভিজতে পারে উত্তরবঙ্গও। তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে মঙ্গলবারের পর বুধবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। 

Next Article