কলকাতা: শিয়রে রেমাল। প্রহর গুনছে বাংলা। শনিবার দুপুর থেকেই কলকাতার আকাশেরও মুখ ভার। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। এরইমধ্যে ঝড়ের আবহে বিপদ ঠেকাতে তৎপর পূর্ব রেল। ঝড়ের আশঙ্কায় পূর্ব রেলের তরফে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ২৫ ও ২৬ মে হাওড়া-ব্যান্ডেল-সিঙ্গুর শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে। ইতিমধ্যেই সেই তালিকাও সামনে আনা হয়েছে পূর্ব রেলের তরফে।
২৫ তারিখ হাওড়া-ব্যান্ডেল আপ শাখায় বাতিল খাতায় থাকছে- 37273, 37275, 37281, 37285, 37291 লোকাল। ২৫ তারিখ ব্যান্ডেল-হাওড়া ডাউন শাখায় বাতিল খাতায় থাকছে- 37272, 37276, 37280, 37286, 37288 লোকাল।
২৬ তারিখ হাওড়া-ব্যান্ডেল হাওড়া শাখায় বাতিল থাকছে- 37211 , 37213 , 37215 , 37221 , 37229 , 37235 , 37239 , 37241 , 37247 লোকাল। অন্যদিকে ডাউন শাখায় বাতিল থাকছে 37212 , 37214 , 37218 , 37222 , 37226 , 37228 , 37232 , 37236 , 37240 লোকাল। অন্যদিকে হাওড়া সিঙ্গুর শাখায় বাতিল থাকছে- আপ 37303, ডাউন 37304 লোকাল।
প্রসঙ্গত, হাওয়া অফিস বলছে রবিবার দুপুরের পর থেকেই বাংলা-বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। চলবে মধ্যরাত পর্যন্ত। এদিকে ক্ষয়ক্ষতি এড়াতে এখন থেকেই তৎপর প্রশাসন। চলছে দফায় দফায় বৈঠক।