কলকাতা: প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে আবহাওয়ার আপডেট। শনিবার সকালেই মৌসম ভবন জানিয়েছিল, আপাতত সাইক্লোনের কোনও আশঙ্কা নেই। তবে বেলা ঘুরতেই বদলে গেল ছবিটা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, গভীর নিম্নচাপের পর পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে। উপকূলে আছড়ে পড়া এবার সময়ের অপেক্ষা। কোন পথে এগোচ্ছে সেই ঝড়, সেই তথ্যও প্রকাশ করল মৌসম ভবন।
মৌসম ভবনের দেওয়া রিপোর্ট অনুযায়ী, আগামিকাল, শনিবার বিকেলে আছড়ে পড়বে সাইক্লোন ‘ফেইঞ্জাল’। তামিলনাড়ুর মহাবলীপুরমের কাছে আছড়ে পড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। তার আগেই জারি হল লাল সতর্কতা। মূলত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে। জানা গিয়েছে, ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তামিলনাড়ুর মহাবলীপুরমের কাছে আছড়ে পড়ার ইঙ্গিত।
নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বাংলায়। সাইক্লোনের প্রভাবে বাংলার উপকূলে হালকা বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে। এদিকে নিম্নচাপ ও মেঘ থাকার কারণে হঠাৎ বেড়ে গিয়েছে তাপমাত্রা। বাংলা থেকে ঠাণ্ডার পথে কাঁটা হয়ে উঠছে সেই নিম্নচাপ। ২ দিনে একধাক্কায় ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে কলকাতা শহরে। বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, আজ শুক্রবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, শীত শুরুর আগে গত অক্টোবর মাসে সাগরদ্বীপ ও পারাদ্বীপের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়েছিল সাইক্লোন ‘দানা’। তার প্রভাবে ব্যাপক বৃষ্টি হয় কলকাতা ও দক্ষিণবঙ্গে। এবার আর ততটা বৃষ্টি হবে না বলেই মনে করা হচ্ছে।