Calcutta High Court: বাদ যাবে না তৃণমূলের পার্টি অফিস, দখল করা জমি থেকে সব সরানোর নির্দেশ দিলেন বিচারপতি সিনহা

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 29, 2024 | 5:11 PM

Calcutta High Court: বসিরহাটের পূর্ত দফতরের তরফে হাইকোর্টে রিপোর্টে জমা দেওয়া হয়েছে, সেখানে অভিযোগের সত্যতার কথা উল্লেখ করা হয়েছে। সেই রিপোর্টেই জানানো হয়েছে, ওই দখলদারদের মধ্যে তৃণমূলের দলীয় অফিসও রয়েছে।

Calcutta High Court: বাদ যাবে না তৃণমূলের পার্টি অফিস, দখল করা জমি থেকে সব সরানোর নির্দেশ দিলেন বিচারপতি সিনহা
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তদন্তকারী অফিসার বদলের আবেদন জানায় সিবিআই

Follow Us

কলকাতা: জাতীয় সড়কের জন্য নেওয়া জমি দখল করে তৈরি হয়েছে পাকা বিল্ডিং!আর সেই অভিযোগ সামনে আসার পরও সে সব সরাতে ব্যর্থ হচ্ছে পূর্ত দফতর। এমনকী তৃণমূলের দলীয় কার্যালয় পর্যন্ত রয়েছে এমনই একটি দখল করা জমিতে। এই অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি ছিল শুক্রবার কলকাতা হাইকোর্টে। অবিলম্বে সব দখলদারি সরানোর নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

তৃণমূলের পার্টি অফিস সহ যাবতীয় বেআইনি দখলদারকে উচ্ছেদ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আগামী ১২ সপ্তাহের মধ্যে এই ব্যাপারে পদক্ষেপ করতে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানায় এলাকার কাকড়া মউজার বাসিন্দা এক ব্যক্তি হাইকোর্টে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, তাঁর বাড়ির সামনেই পূর্ত দফতরের রাস্তা সম্প্রসারণের জন্য জমি নেওয়া হয়েছিল। কিন্তু সেই জমিতে এখন বহু পাকা বিল্ডিং তৈরি করে তা দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অবস্থায় তাঁর বাড়িতে ঢোকার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে!

বারবার আবেদন করেও কাজ না হওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। বসিরহাটের পূর্ত দফতরের তরফে হাইকোর্টে রিপোর্টে জমা দেওয়া হয়েছে, সেখানে অভিযোগের সত্যতার কথা উল্লেখ করা হয়েছে। সেই রিপোর্টেই জানানো হয়েছে, ওই দখলদারদের মধ্যে তৃণমূলের দলীয় অফিসও রয়েছে। ওই রিপোর্ট দেখার পরই বিচারপতি সিনহা তৃণমূল অফিস সহ যাবতীয় দখল উচ্ছেদ করার নির্দেশ দেন।

Next Article