ইয়াসের হাত থেকে টালাকে বাঁচাতে ‘আমফানের ট্রিকস’ কাজে লাগাচ্ছে পুরসভা

সোমবার সকাল থেকে দফায় দফায় বাস্তুকাররা ঘুরে গিয়েছেন এখানে (Tala Tank)। কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকরাও পরিদর্শন করেছেন।

ইয়াসের হাত থেকে টালাকে বাঁচাতে 'আমফানের ট্রিকস' কাজে লাগাচ্ছে পুরসভা
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2021 | 2:32 PM

কলকাতা: টালা বাঁচাতে জলই ভরসা। ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)। আবহাওয়াবিদরা বলছেন, সোমবার রাত থেকে আরও শক্তি বাড়াবে এই ঘূর্ণিঝড়। তার তাণ্ডবলীলা নাকি আমফানের থেকেও ভয়াবহ হতে পারে। সবদিক খেয়াল থেকে টালা ট্যাঙ্ককে রক্ষা করতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। কারণ কলকাতা পুরসভার বিভিন্ন এলাকার জলের জোগান দেয় উত্তর কলকাতার এই টালা ট্যাঙ্কই। কোনও ভাবে এই ওয়াটার রিজার্ভারে আঁচ লাগলে থমকে যাবে শহরের ‘জীবন’।

টালা জলাধারকে আগলাতে আমফানের সময় কলকাতা পুরসভা যে সক্রিয়তা দেখিয়েছিল ইয়াসের আগেও সেই একই ছবি ধরা পড়ছে। পুরসভা সূত্রে খবর, ইয়াস থেকে টালা ট্যাঙ্ককে রক্ষা করতে জলেই ভরসা রাখছে পুরসভা। ট্যাঙ্ক ভারী থাকলে তা হেলে পড়ার সম্ভাবনা থাকবে না। সে কথা মাথায় রেখেই এই ট্যাঙ্কের চারটি প্রকোষ্ঠ বা চেম্বারে জল ভরা হচ্ছে। প্রায় ১৫-১৬ লিটার জল ভরা হবে সেখানে। প্রত্যেকটি প্রকোষ্ঠেই জলের পরিমাণ এক থাকবে। তাতে জোরালো হাওয়া দিলেও কোনও ভাবেই ট্যাঙ্ক ভারসাম্য হারাবে না।

সোমবার সকাল থেকে দফায় দফায় বাস্তুকাররা ঘুরে গিয়েছেন এখানে। কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকরাও পরিদর্শন করেছেন। কোন কোন বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে তা নিয়ে আলোচনা করেছেন।

আরও পড়ুন: ইয়াস মোকাবিলায় প্রস্তুত হাসপাতালগুলি, চিকিৎসক-নার্সদের থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা

টালা জলাধারে ৯০ লক্ষ গ্যালন জল ধরে। প্রতিদিন ১৮ থেকে ১৯ ফুট করে জল প্রকোষ্ঠগুলিতে ভরে রাখা হয়। কিন্তু ঝড়ের গতিবেগের কথা মাথায় রেখে ২৫ ও ২৬ তারিখ ১৫ থেকে ১৬ ফুট জল ভর্তি করা হবে।

টালা বাঁচাতে জলই ভরসা

* ইয়াস থেকে টালা ট্যাঙ্ক বাঁচানোর চেষ্টা * ৪টি চেম্বারে ১৪-১৫ ফুট জল ভরে রাখা হবে * প্রতিটি চেম্বার ২০ ফুট উঁচু * জল ভরা থাকলে ভারী থাকবে ট্যাঙ্ক

*** ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের তরফে প্রকাশ করা হল হেল্পলাইন নম্বর। ঘূর্ণিঝড়ের সময়ে যে কোনও বিপদে পড়লে ফোন করুন এই নম্বরগুলিতে ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের মোকাবিলয়া দু’টি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য বিদ্যুৎ দফতর, ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪