রাত কাটালেন পুরসভায়, ভোরে গঙ্গার পরিস্থিতি পরিদর্শনে গেলেন মেয়র পারিষদ

May 26, 2021 | 7:07 AM

ইয়াস মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। ঘূর্ণিঝড়ের (Cyclone Yaas) অভিমুখ ওড়িশা হলেও, ভীষণভাবে প্রস্তুত শহর কলকাতাও (Kolkata)।

রাত কাটালেন পুরসভায়, ভোরে গঙ্গার পরিস্থিতি পরিদর্শনে গেলেন মেয়র পারিষদ
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: ইয়াস মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। ঘূর্ণিঝড়ের (Cyclone Yaas) অভিমুখ ওড়িশা হলেও, ভীষণভাবে প্রস্তুত শহর কলকাতাও (Kolkata)। ভোরেই গঙ্গাঘাট পরিদর্শন করেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। সকাল ৬টার আগেই বাবুঘাটে পৌঁছে যান তিনি।

রাতভর পুরসভাতেই ছিলেন দেবাশিস কুমার। ভোর সাড়ে ৫টা নাগাদ তিনি বের হন। গঙ্গায় জলোচ্ছ্বাস কেমন, তা খতিয়ে দেখেন তিনি। লকগেটগুলি মঙ্গবারই বন্ধ করে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতায়। সঙ্গে ঝোড়ো হাওয়া।

কলকাতায় ৭০-৮০ কিমি প্রত্যেক ঘণ্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে হবে ভারী বৃষ্টি। তবে কলকাতায় যে আমফানের মতো পরিস্থিতি তৈরি হবে না, তা আগেই আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

এই মুহূর্তে দিঘা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস। পারাদ্বীপ থেকে দূরত্ব ৯০ কিমি। ধামরা থেকে ৬০ কিমি দূরে অবস্থান করছে ইয়াস। দুপুর ১২টা নাগাদ ধামরা ও বালেশ্বরের মাঝে ল্যান্ডফল করবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার।

আরও পড়ুন: দিঘা থেকে ইয়াসের দূরত্ব কমে ১০০ কিমি! ঠিক ক’টায় ল্যান্ডফল, ,স্পষ্ট করল মৌসম ভবন

ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে দিঘা উপকূলবর্তী এলাকাগুলিতে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে অতি ভারী এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিবঙ্গের দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

♦♦♦ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের তরফে প্রকাশ করা হল হেল্পলাইন নম্বর। ঘূর্ণিঝড়ের সময়ে যে কোনও বিপদে পড়লে ফোন করুন এই নম্বরগুলিতে ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬।

Next Article