DA: মন্ত্রী-বিধায়কদের ভাতা বাড়ল চার গুণ, ডিএর দাবিতে আবারও জোরদার কর্মসূচি যৌথমঞ্চের

Soma Das | Edited By: সায়নী জোয়ারদার

Sep 08, 2023 | 10:41 AM

DA: আগামী ১০ সেপ্টেম্বর 'থানায় চলো' কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ। এরপর ১৮ সেপ্টেম্বর প্রতিটি বিডিও অফিসে কর্মসূচি রয়েছে। ২৪ সেপ্টেম্বর 'রাজভবন চলো' কর্মসূচির পর ১০ ও ১১ অক্টোবর দু'দিনের কর্মবিরতি পালন করবে তারা।

DA: মন্ত্রী-বিধায়কদের ভাতা বাড়ল চার গুণ, ডিএর দাবিতে আবারও জোরদার কর্মসূচি যৌথমঞ্চের
সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিধায়কদের ভাতা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ভাতা বেড়েছে সর্বস্তরের মন্ত্রীদেরও। এই ঘোষণার পরই নতুন করে ডিএ আন্দোলন জোরাল করার ডাক সংগ্রামী যৌথমঞ্চের। তাদের দাবি, খয়রাতির রাজনীতিতে কোপ পড়ছে ডিএতে। বকেয়া ডিএর দাবিতে ২২৫ দিন ধরে আন্দোলন করছে শহিদ মিনারে। অথচ মেলেনি সদুত্তর। এবার রাজভবন চলো অভিযান এবং কর্মবিরতির পথে হাঁটতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ।

সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “এই রাজ্যে সাধারণ মানুষ, সরকারি কর্মচারী, শিক্ষিত ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার বিন্দুমাত্র মানসিকতা এ রাজ্য সরকারের নেই। শুধু তাই নয়, এ সরকার মানুষের আইন স্বীকৃত অধিকারকেও দিতে নারাজ।”

আগামী ১০ সেপ্টেম্বর ‘থানায় চলো’ কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ। এরপর ১৮ সেপ্টেম্বর প্রতিটি বিডিও অফিসে কর্মসূচি রয়েছে। ২৪ সেপ্টেম্বর ‘রাজভবন চলো’ কর্মসূচির পর ১০ ও ১১ অক্টোবর দু’দিনের কর্মবিরতি পালন করবে তারা। শুক্রবার কর্মসূচি চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসছে যৌথমঞ্চ। এমনও হতে পারে ঘোষিত কর্মসূচির বাইরে গিয়েও কর্মবিরতির ডাক দিতে পারে তারা।

প্রায় এক বছর হতে চলল কলকাতার শহিদ মিনারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে বসেছে সংগ্রামী যৌথমঞ্চ। তাদের দাবি, ২০০৯ থেকে এখনও অবধি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই অনুসারে বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে। একইসঙ্গে বিভিন্ন শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়েছে সংগঠন।

Next Article