করোনার সুনামি বঙ্গে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ১২ হাজার, পজিটিভিটির হার ২২.৪৭%

ঋদ্ধীশ দত্ত |

Apr 22, 2021 | 9:25 PM

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১১ হাজার ৯৪৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। উৎকণ্ঠা বাড়িয়েছে পজিটিভিটির হারও।

করোনার সুনামি বঙ্গে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ১২ হাজার, পজিটিভিটির হার ২২.৪৭%
প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: ক্রমশ করোনার করাল গ্রাস করছে পশ্চিমবঙ্গকে। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে রীতিমতো লাফিয়ে লাফিয়ে। বৃহস্পতিবার নতুন করে রাজ্যে প্রায় ১২ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। দৈনিক মৃত্যুও ৫০ পেরিয়ে গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১১ হাজার ৯৪৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। উৎকণ্ঠা বাড়িয়েছে পজিটিভিটির হারও। যত মানুষ নমুনা পরীক্ষা করিয়েছেন, তাঁদের মধ্যে ২২.৪৭ শতাংশই শনাক্ত হয়েছেন এই ভাইরাসে।

একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের। সুস্থতার হারও কমছে দ্রুত গতিতে। বর্তমানে সুস্থতার হার ৮৮.৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ১৫৪ টি নমুনা পরীক্ষা হয়েছে। আক্রান্তের নিরিখে পয়লা নম্বরেই রয়েছে কলকাতা। শহরে একদিকে ২,৬৪৬ জন শনাক্ত হয়েছেন এই ভাইরাসে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৩৭২। কলকাতায় একদিনে ১৪ জন এবং উত্তর ২৪ পরগনার ১৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: করোনা গেরো: বাইল মিছিল-পদযাত্রায় নিষেধাজ্ঞা, জনসভার ক্ষেত্রেও কড়া নির্দেশিকা কমিশনের

বাকি জেলাগুলিতেও সংক্রমণের ছবিটা ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় ৭৭৯ জন, হাওড়ায় ৬৭১ জন, হুগলিতে ৫৭৮ জন, বীরভূমে ৬২৪ জন, পশ্চিম বর্ধমানে ৫৯৬ জন, পূর্ব বর্ধমানে ৩৭২ জন, মালদহে ৪৬৭ জন, মুর্শিদাবাদে ৪৫৯ জন, নদিয়ায় ৪৫৫ জন ও দার্জিলিঙে ৩১৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: কোভিড পরিস্থিতি মোকাবিলায় বড় পদক্ষেপ স্বাস্থ্য ভবনের, বাড়ছে প্রায় সাড়ে ৫ হাজার শয্যা

Next Article