১৩ হাজারের দোরগোড়ায় বাংলার দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু প্রায় ৬০ জনের

ঋদ্ধীশ দত্ত |

Apr 23, 2021 | 8:55 PM

দৈনিক সংক্রমণের হার ১৩ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। নতুন করে প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

১৩ হাজারের দোরগোড়ায় বাংলার দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু প্রায় ৬০ জনের
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: পশ্চিমবঙ্গের দৈনিক সংক্রমণ প্রতিদিনই নতুন রেকর্ড সৃষ্টি করছে। করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো সুনামির আকার নিয়ে বঙ্গে। রোজই আক্রান্তের সংখ্যা হাজারে হাজারে বাড়ছে। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, দৈনিক সংক্রমণের হার ১৩ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। নতুন করে প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১২ হাজার ৮৭৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এই একই সময়ে মৃত্যু হয়েছে ৫৯ জন ব্যক্তির। সুস্থতার হারও কমছে দ্রুত গতিতে। বর্তমানে সুস্থতার হার ৮৮.০১ শতাংশ। শুক্রবার অবশ্য রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি পেরিয়ে গিয়েছে। যার মধ্যে গত এক বছরে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষের কিছু বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৬৪৬ টি নমুনা পরীক্ষা হয়েছে।

আক্রান্তের নিরিখে পয়লা নম্বরেই রয়েছে কলকাতা। শহরে একদিকে ২,৮৩০ জন শনাক্ত হয়েছেন এই ভাইরাসে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৮৮৫। কলকাতায় একদিনে ১৭ জন এবং উত্তর ২৪ পরগনার ১০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঘরেও পরতে হবে মাস্ক! রোগীর কেমন অবস্থায় নেবেন কী ব্যবস্থা? জারি নতুন গাইডলাইন

বাকি জেলাগুলিতেও সংক্রমণের ছবিটা ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় ৭৯০ জন, হাওড়ায় ৭৪৬ জন, হুগলিতে ৫৯৪ জন, বীরভূমে ৬৬৭ জন, পশ্চিম বর্ধমানে ৬৪৩ জন, পূর্ব বর্ধমানে ৩৪৬ জন, মালদহে ৫৫৯ জন, মুর্শিদাবাদে ৫৪৩ জন, নদিয়ায় ৫৬২ জন ও দার্জিলিঙে ২২৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে বড় ঘোষণা কেন্দ্রের! ৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন

Next Article