কলকাতা: সোমবার এক ধাক্কায় প্রায় অনেকটাই কমে গিয়েছিল বাংলার করোনা আক্রান্তের সংখ্যা। যে কারণে স্বস্তি ফিরেছিল স্বাস্থ্য মহলে। কিন্তু, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বড় লাফ মারণ করোনার। ফের রাজ্যে ২ হাজারের গণ্ডি পার করে ফেলল দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য় দফতরের করোনা বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবলে পড়েছেন ২২৪৩ জন। সোমবার এই সংখ্যা ছিল ১৪৪৯। তাতেই ফের খানিকটা বাড়ল উদ্বেগ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যের পজেটিভিটি হার দাঁড়িয়েছে ১৫.৩৭ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৮৫১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬ জন। অন্যদিকে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫৯০ জনের।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –
কলকাতা – মঙ্গলবার আক্রান্ত ৪২৩। সোমবার আক্রান্ত ২৫৩।
উত্তর ২৪ পরগনা – মঙ্গলবার আক্রান্ত ৪৪৬।সোমবার আক্রান্ত ৩৮৮।
দক্ষিণ ২৪ পরগনা – মঙ্গলবার আক্রান্ত ১১০। সোমবার আক্রান্ত ৫১।
হাওড়া – মঙ্গলবার আক্রান্ত ৬৭। সোমবার আক্রান্ত ২৯।
নদিয়া – মঙ্গলবার আক্রান্ত ৩৮। সোমবার আক্রান্ত ৩৩।
পশ্চিম বর্ধমান – মঙ্গলবার আক্রান্ত ১৬৬। সোমবার আক্রান্ত ৬৯।
পশ্চিম মেদিনীপুর- মঙ্গলবার আক্রান্ত ৮৩। সোমবার আক্রান্ত ৫২।
দার্জিলিং- মঙ্গলবার আক্রান্ত ৭৪। সোমবার আক্রান্ত ৬৫।
বীরভূম- মঙ্গলবার আক্রান্ত ১১৯। সোমবার আক্রান্ত ১১৬।
পূর্ব বর্ধমান- মঙ্গলবার আক্রান্ত ২০। সোমবার আক্রান্ত ৮১।
পূর্ব মেদিনীপুর – মঙ্গলবার আক্রান্ত ২০। সোমবার আক্রান্ত ১৭।
জলপাইগুড়ি – মঙ্গলবার আক্রান্ত ৯৫। সোমবার আক্রান্ত ৫১।
মুর্শিদাবাদ- মঙ্গলবার আক্রান্ত ৩৪। সোমবার আক্রান্ত ৬।
মালদহ – মঙ্গলবার আক্রান্ত ১৩৪। সোমবার আক্রান্ত ২০।
উত্তর দিনাজপুর – মঙ্গলবার আক্রান্ত ৩৪। সোমবার আক্রান্ত ৫।
আলিপুরদুয়ার – মঙ্গলবার আক্রান্ত ২৩। সোমবার আক্রান্ত ২৫।
বাঁকুড়া – মঙ্গলবার আক্রান্ত ৩১। সোমবার আক্রান্ত ১১।
দক্ষিণ দিনাজপুর – মঙ্গলবার আক্রান্ত ৪৭। সোমবার আক্রান্ত ৪৫।
পুরুলিয়া – মঙ্গলবার আক্রান্ত ৬৪। সোমবার আক্রান্ত ১৭।
ঝাড়গ্রাম – মঙ্গলবার আক্রান্ত ৬। সোমবার আক্রান্ত ২।
কোচবিহার – মঙ্গলবার আক্রান্ত ৩৫। সোমবার আক্রান্ত ২৪।
কালিম্পং – মঙ্গলবার আক্রান্ত ৩। সোমবার আক্রান্ত ২।
হুগলি – মঙ্গলবার আক্রান্ত ৭৮। সোমবার আক্রান্ত ৮৭।