Dakhisneshwar Kali Temple: ১ জানুয়ারি বন্ধ থাকছে দক্ষিণেশ্বর! কোভিড-কাঁটায় ভাটা কল্পতরু উৎসবে

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 29, 2021 | 1:49 PM

COVID19: কল্পতরু উৎসবে বন্ধ থাকছে বেলুড় মঠও।

Dakhisneshwar Kali Temple: ১ জানুয়ারি বন্ধ থাকছে দক্ষিণেশ্বর! কোভিড-কাঁটায় ভাটা কল্পতরু উৎসবে
বন্ধ থাকছে দক্ষিণেশ্বর, নিজস্ব চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: বেলুড় মঠের (Belur Math) পর এ বার দক্ষিণেশ্বর (Dakshineshwar Temple)। নতুন বছরের প্রথম দিন বন্ধ থাকছে কালী মন্দিরের দরজা। ওইদিনই কল্পতরু উৎসব। কিন্তু দেবীদর্শন হবে না। মঙ্গলবার বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিলেন দক্ষিণেশ্বর কালী মন্দির কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে (COVID-19 Situation) ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

সূত্রের খবর, মন্দির বন্ধ থাকলেও রীতি মেনেই দেবীর পুজো সম্পন্ন হবে। জানুয়ারির পয়লা, কল্পতরু উৎসব থাকার দরুন ভক্তসমাগমে রাশ টানা হয়েছে। অন্যান্য দিনের মতোই রামকৃষ্ণ পরমহংসদেবের কক্ষ ও অন্যান্য দেবতার পুজো সম্পন্ন হবে।

বছরের প্রথম দিন হাজার হাজার মানুষ হাজির হন দক্ষিণেশ্বরে। কল্পতরু উৎসব উপলক্ষ্যে পঞ্চবটী উদ্যান  ঘিরে মেলাও বসে। সেই মেলায় অংশ নিতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। পাশাপাশি মাতৃমূর্তি দর্শনও চলে। করোনার জেরে গত বছরও এই রীতিতে ছেদ পড়েছিল।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনা পরিস্থিতির জেরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বেলঘরিয়া থানা  বছরের প্রথম দিন মন্দির বন্ধ রাখার সুপারিশ করেন। তারপর বিষয়টি নিয়ে পর্যালেোচনা করেন তাঁরা। ভিড় এড়াতে মন্দির বন্ধ রাখার কথাই চূড়ান্ত নির্দেশ হিসেবে গৃহীত হয়। এর আগে, গত বছরও ১ জানুয়ারি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছিল মন্দির।

দক্ষিণেশ্বরের পাশাপাশি বছরের প্রথম দিন বন্ধ থাকছে বেলুড় মঠও। সোমবারই বিবৃতি প্রকাশ করে তা জানিয়ে দিয়েছেন মঠ কর্তৃপক্ষ। এই মুহূর্তে এত মানুষের সমাগম একেবারেই কাম্য নয়। তাতে মানুষের বিপদ বাড়বে। সে কথা চিন্তা করেই বেলুড় মঠ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি ২০২২, চারদিন ভক্তদের প্রবেশ বন্ধ থাকবে। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের তরফে এই তথ্য জানানো হয়েছে।

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেলুড় মঠের যে পেজ রয়েছে সেখানেও একটি পোস্ট করা হয়। সেখানে ১ জানুয়ারি ভক্ত ও দর্শনার্থীদের মঠে প্রবেশ বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়। বেলুড় মঠ সূত্রে খবর, গত ২৬ শে ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি উৎসব উপলক্ষে সকালে ও বিকেলে নির্দিষ্ট সময় বেলুড় মঠ খোলা থাকায় প্রায় ৪০ হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়।

তবে ২০২২ সালে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি।   সে নিয়ে প্রস্তুতি তুঙ্গে বেলুড় মঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi) অংশ নিতে পারেন বলে খবর সূত্রের। প্রধানমন্ত্রীর কাছে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন মঠ কর্তৃপক্ষ। এই প্রস্তুতির জন্যও মঠ বন্ধ থাকতে পারে বলে অনুমান করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

আরও পড়ুন: Governor Jagdeep Dhankhar: ফের ‘টুইটক্কর’-এ রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর মন্তব্যে ‘অপমানিত’ ‘রাজভবনের রাজা’!

Next Article