Bangla NewsKolkata Dashami sindur khela at pandal woman celebrate on last day of durga puja
Sindur Khela ছবি: ঢাকের তালে কোমর দোলে…পাড়ার পাড়ায় সিঁদুর খেলায়
Durga Puja: কমলাকান্তের সেই লেখা এই সকালটার জন্য বড্ড তাৎপর্যপূর্ণ, 'পরাণ থাকিতে কায়, গৌরী কি পাঠানো যায়?' তবু গৌরীকে, উমাকে বিদায় যে দিতেই হয়। সিঁদুরখেলা যেমন চলছে, তেমনই বিভিন্ন ঘাটে ঘাটে শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনও। বিশেষ করে বাড়ির ঠাকুর নিরঞ্জন শুরু। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বাবুঘাট।