VIDEO: মাখলেন, মাখালেন… সায়নী ঘোষের সিঁদুর খেলা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 24, 2023 | 2:20 PM

Saayani Ghosh: সায়নী বলেন, "ও আমার কলিগও আবার বন্ধুও। হাজরা পার্কে এসে মাকে বরণের সুযোগ পেয়ে আমি খুবই খুশি। সকলকে বিজয়ার শুভেচ্ছা। বাংলার মানুষ ভাল থাকুক। মায়ের আশীর্বাদ সকলের মাথার উপর থাকুক। মা বারবার আসুক। বাংলার মেয়ে, ঘরের মেয়ে উমা আসবে, উমা বিরাজ করবে।"

Follow Us

হাজরা পার্ক সর্বজনীনে দেবীবরণ করলেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। এদিন দুপুরে লাল শাড়ি, লাল ব্লাউজ, কপালে বড় লাল টিপ পরে মণ্ডপে হাজির হন সায়নী। সিঁদুর, পানে বরণ করেন দেবীকে। এরপর নিজেওএ সিঁদুর খেলায় মাতেন তিনি। যুবনেত্রীর গালেও লালের ছোঁয়া।

সায়নী বলেন, “হাজরা পার্কে এসে মাকে বরণের সুযোগ পেয়ে আমি খুবই খুশি। সকলকে বিজয়ার শুভেচ্ছা। বাংলার মানুষ ভাল থাকুক। মায়ের আশীর্বাদ সকলের মাথার উপর থাকুক। মা বারবার আসুক। বাংলার মেয়ে, ঘরের মেয়ে উমা আসবে, উমা বিরাজ করবে।”

সায়নী জানান আজ থেকেই আগামী বছরের পুজোর প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। পুজোয় কোন প্যান্ডেল সবথেকে বেশি ভাল লাগল সায়নীর? প্রশ্নের জবাবে সায়নী বলেন, “প্যান্ডেলে প্যান্ডেলে কোনও তুলনা নেই, কোনও রেষারেষি নেই, কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।”

হাজরা পার্ক সর্বজনীনে দেবীবরণ করলেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। এদিন দুপুরে লাল শাড়ি, লাল ব্লাউজ, কপালে বড় লাল টিপ পরে মণ্ডপে হাজির হন সায়নী। সিঁদুর, পানে বরণ করেন দেবীকে। এরপর নিজেওএ সিঁদুর খেলায় মাতেন তিনি। যুবনেত্রীর গালেও লালের ছোঁয়া।

সায়নী বলেন, “হাজরা পার্কে এসে মাকে বরণের সুযোগ পেয়ে আমি খুবই খুশি। সকলকে বিজয়ার শুভেচ্ছা। বাংলার মানুষ ভাল থাকুক। মায়ের আশীর্বাদ সকলের মাথার উপর থাকুক। মা বারবার আসুক। বাংলার মেয়ে, ঘরের মেয়ে উমা আসবে, উমা বিরাজ করবে।”

সায়নী জানান আজ থেকেই আগামী বছরের পুজোর প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। পুজোয় কোন প্যান্ডেল সবথেকে বেশি ভাল লাগল সায়নীর? প্রশ্নের জবাবে সায়নী বলেন, “প্যান্ডেলে প্যান্ডেলে কোনও তুলনা নেই, কোনও রেষারেষি নেই, কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।”

Next Article