কলকাতা: আগের বার একাই গিয়েছিলেন দেবশ্রী (Debasree Roy)। এবার দল বেঁধে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মামলাটির সাক্ষী হতে চলেছেন (Kunal Ghosh) শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। সূত্রের খবর, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শহরের প্রাক্তন মেয়রের বিরুদ্ধে আলিপুর আদালতে মানহানির মামলা করবেন তাঁরা।
দীর্ঘ সময়ের রাজনৈতির ‘বৈরাগ্য’ কাটিয়ে গেরুয়া বসনে সবে সক্রিয় হয়েছেন মমতার একদা ‘কানন’। ভোটের আগে কলকাতা জ়োনের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন। এর মধ্যেই তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন তিনি। সেই কারণেই এবার মানহানির মামলা দায়ের করবেন তৃণমূলের নেতা-নেত্রীবর্গ।
একটি সাংবাদিক বৈঠকে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষকে আক্রমণ করতে গিয়ে তাঁর বিরুদ্ধে শোভন ‘নোটেড ক্রিমিনাল’ শব্দ-বন্ধ ব্যবহার করেন বলে অভিযোগ। সেই কারণে কুণাল এই মানহানির মামলা করবেন। অন্যদিকে, রায়দিঘিতে দেবশ্রীকে জিতিয়ে ভুল হয়েছিল বলে মন্তব্য করেছিলেন শোভন। যা নিয়ে দেবশ্রী মানহানির মামলা করবেন। এই মামলার সাক্ষী হবেন শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: মমতার উত্তরসূরি অভিষেক নন, মহুয়া, মনে করেন তসলিমা
প্রসঙ্গত, এর আগেও শোভনের বিরুদ্ধে ভাবমূর্তি ‘নষ্ট’ করার অভিযোগ তুলে আলিপুরের ২ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানহানির মামলা করেছিলেন রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়। গত ৬ ফেব্রুয়ারি এই মামলা দায়ের করেছিলেন তিনি। মানহানির মামলায় শোভনের পাশাপাশি তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামও ছিল। তাঁর বিধানসভা কেন্দ্রে গিয়েই তাঁর নামে অশোভন মন্তব্য করার অভিযোগে শোভনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন দেবশ্রী রায়।
আরও পড়ুন: মেঝেতে পড়ে স্ত্রী’র নলিকাটা দেহ, সিলিং ফ্যানে ঝুলছেন স্বামী! দমদমে প্রৌঢ় দম্পতির রহস্যমৃত্যু