কলকাতা: রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। গত এক সপ্তাহে ডেঙ্গি নিয়ে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে ১৩৩টি ফোন এসেছে। যার মধ্যে ১২টি ফোন এসেছে রোগী ভর্তির আবেদন জানিয়ে এবং বাকি ফোনগুলি এসেছে রক্তের প্রয়োজন নিয়ে। ফলে ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন নবান্ন (Nabanna)। এর মধ্যে রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ডেঙ্গি মোকাবিলায় ফের জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসল রাজ্য প্রশাসন। উত্তরবঙ্গ ও সীমান্তবর্তী দুই ২৪ পরগনা -সহ নদিয়া জেলায় ডেঙ্গি নিয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ডেঙ্গির পাশাপাশি নিপা নিয়েও জেলাশাসকদের সতর্কবার্তা দিয়েছেন মুখ্যসচিব।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। পরিস্থিতি মোকাবিলায় এদিন সমস্ত জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন খোদ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এছাড়া ছিলেন স্বাস্থ্যসচিব। সমগ্র রাজ্যে বর্তমানে ডেঙ্গি পরিস্থিতি কী, জেলাগুলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কত, ডেঙ্গি মোকাবিলায় জেলা প্রশাসনের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে- এই সমস্ত বিষয়ে জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের থেকে বিস্তারিত খোঁজ-খবর নেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ডেঙ্গি মোকাবিলায় কী পদক্ষেপ করা যায়, সে ব্যাপারে জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের পরামর্শও দেন স্বাস্থ্য আধিকারিক।
গত কয়েকদিন ধরে রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে বিভিন্ন জায়গায় জল জমতে পারে এবং তার ফলে ডেঙ্গির প্রকোপ আরও বাড়তে পারে বলে স্বাস্থ্য দফতরের আশঙ্কা। ইতিমধ্যে শিলিগুড়ি ও মালদহে ডেঙ্গি চিন্তা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে শিলিগুড়ি, মালদহ-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বনের ব্যাপারে জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের পরামর্শ দেন মুখ্যসচিব। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দুই ২৪ পরগনা ও নদিয়া জেলায় নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া নদিয়া জেলার রানাঘাট পুরসভা ও বিধাননগর পুর কর্তৃপক্ষকেও সতর্ক করা হয়েছে। ডেঙ্গি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার সবরকম ব্যবস্থা রাখার উপরে বিশেষ জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্য স্বাস্থ্য আধিকারিক।
প্রসঙ্গত, পড়শি রাষ্ট্র বাংলাদেশে ডেঙ্গি-পরিস্থিতি ভয়াবহ। বর্তমানে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় বিশেষ তৎপর রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত রবিবারই জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি.পি গোপালিকা। তারপর সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। সীমান্তবর্তী ৭ জেলায় ডেঙ্গির প্রকোপ বেশি। ৭ জেলার মধ্যে রয়েছে, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা, মালদহ ও মুর্শিদাবাদ। ডেঙ্গি মোকাবিলায় ঠিকমতো সাফাই অভিযানের উপরেও জোর দেন তিনি। এছাড়া জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া, মশারি টাঙিয়ে শোয়ার পরামর্শ দেওয়া হয়। ডেঙ্গি চিকিৎসা নিয়ে কেউ অসুবিধায় পড়লে সাহায্যের জন্য ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে ফোন করতে পারেন বলেও জানান স্বরাষ্ট্রসচিব।