উত্তর ২৪ পরগনা: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত আরও এক জনের মৃত্যু। বারাসাত জেলা হাসপাতালে রবিবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে ডেঙ্গি পজেটিভ আরও এক যুবকের। মৃতের নাম সরিফুল ইসলাম( ২৪)। বেশ কিছু দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন দেগঙ্গার চাঁপাতলার কুমরুলি গ্রামের সরিফুল। প্রথমে বাড়িতেই তাঁর চিকিৎসা করানো হয়। কিন্তু শেষ কয়েকদিনে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তখন একেবারেই শেষ মুহূর্ত। চিকিৎসা হয় বটে, তবে চিকিৎসায় সেভাবে সাড়া দেননি সরিফুল। রবিবার সন্ধ্যায় বারাসাত জেলা হাসপাতালে সরিফুলের মৃত্যু হয়েছে।
পরিবারের দাবি, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সরিফুলের মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতাল থেকে মৃত্যুর কারণ হিসেবে সেফটিসেমিয়া লেখা হয়েছে। সরিফুলের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার থেকে জ্বর ছিল সরিফুলের। প্রথমে চিকিৎসক দেখিয়ে বিশ্বনাথপুর হাসপাতালে রক্ত পরীক্ষা করানো হয়। সেখানে রিপোর্টে ডেঙ্গি পজেটিভ ধরা পড়ে। এরপর সেখান থেকে তাঁকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক।
পরিবারের দাবি, হাসপাতালে যখন ভর্তি করা হয় সরিফুল ইসলামের প্লেটলেট ৪৭ হাজারে নেমে এসেছিল। হাসপাতাল থেকে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গি উল্লেখ করা হয়নি, সরিফুলের সেফটিসেমিয়াতে মৃত্যু হয়েছে বলে মৃত্যুর শংসাপত্রে উল্লেখ করা হয়েছে।
ইতিমধ্যেই স্বাস্থ্য় দফতরের তরফে রাজ্যের সাত জেলাকে হটস্পট হিসাবে ঘোষণা করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, হাওড়া, মালদহ। গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে সাড়ে ছ হাজার। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সোমবারই নবান্নে রাজ্যের সমস্ত জেলাশাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠকে বসছেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব।