Dengue Death: মাত্র ২০ হার মানলেন সমাপ্তি, দক্ষিণ দমদমে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 01, 2023 | 2:09 PM

Dengue Outbreak: হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সমাপ্তি। রক্ত পরীক্ষা করালে তাঁর ডেঙ্গি রিপোর্ট পজ়িটিভ আসে। শনিবার রাত্রিবেলা অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে।

Dengue Death: মাত্র ২০ হার মানলেন সমাপ্তি, দক্ষিণ দমদমে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
দক্ষিণ দমদমের বাসিন্দার মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দক্ষিণ দমদম: রাজ্যে অব্যাহত ডেঙ্গিতে মৃত্যু। দক্ষিণ দমদমে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক তরুণীর। মৃতের নাম সমাপ্তি মল্লিক (২০)। দক্ষিণ দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।

হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সমাপ্তি। রক্ত পরীক্ষা করালে তাঁর ডেঙ্গি রিপোর্ট পজ়িটিভ আসে। শনিবার রাত্রিবেলা অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। সেই গভীর রাতে মৃত্যু হয় তরুণীর। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি উল্লেখ রয়েছে।

এই নিয়ে দক্ষিণ দমদমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। লাগাতার ডেঙ্গি আক্রান্ত হওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এ দিকে, ডেঙ্গি রুখতে তৎপর নবান্ন। হাসপাতালে যথাযথ চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি মোকাবিলায় গ্রাম-শহরে খুলছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। প্রকোপ কমাতে জারি একাধিক নির্দেশিকা। ডেঙ্গি পরীক্ষায় জোর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।অপরদিকে, ৬৮টি হটস্পট মাথাব্যথা নবান্নের। নজরে ২১টি ব্লক, ৩০টি পঞ্চায়েত, ১৩টি পুরসভা। পরিসংখ্যান বলছে, ৬৮টি হটস্পট থেকেই রাজ্যের ৯০ শতাংশ ডেঙ্গি‌। এনটোমোলজিক্যাল সার্ভের ভিত্তিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

Next Article