Mamata Banerjee meeting: ইডি হেফাজতে শিল্পমন্ত্রী, কী হবে ফাইলগুলোর? বৈঠকে বসবেন মমতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 27, 2022 | 6:04 PM

Mamata Banerjee meeting: শিল্প দফতরের দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আপাতত ইডি হেফাজতে রয়েছেন তিনি। ফলে তাঁর শেষ না করা কাজ কে করবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Mamata Banerjee meeting: ইডি হেফাজতে শিল্পমন্ত্রী, কী হবে ফাইলগুলোর? বৈঠকে বসবেন মমতা

Follow Us

কলকাতা : বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, সামাজিক সুরক্ষার পর এবার শিল্পের দিকে বিশেষভাবে নজর দেবে রাজ্য সরকার। কিন্তু রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে থাকায় শিল্প দফতরের কাজে প্রভাব পড়ছে বলেই সূত্রের খবর। তাই বাড়তি দায়িত্ব নিয়ে সে সব সামাল দিতে নামছেন খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার শিল্প প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠক। মূলত শিল্প দফতরের পরামর্শদাতা কমিটির সঙ্গেই এই বৈঠক হওয়ার কথা। পার্থ-র অনুপস্থিতিতে বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু ফাইল নিয়ে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সেই বিষয়েও আলোচনা হতে পারে।

মাস কয়েক আগেই শিল্প দফতরের পরামর্শদাতা কমিটি তৈরি করেছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই কমিটির প্রধান হিসাবে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছেন বেশ কয়েকটি দফতরের মন্ত্রী ও সচিবরা সেই কমিটির সঙ্গে কয়েকজন শিল্পপতির বৈঠক হওয়ার কথা। শিল্প মন্ত্রীর গ্রেফতারির পরে এই বৈঠক বাড়তি তাৎপর্য বহন করছে বলে মত ওয়াকিবহাল মহলের। আর সে ক্ষেত্রে রাজ্যের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার সঙ্গে পাশাপাশি শিল্প মহলকে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করতে পারেন বলে মনে করা হচ্ছে। পার্থ শুধু এ রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীই নন, একজন প্রথম সারির রাজনীতিক। তাঁর গ্রেফতারির খবর শিল্পপতিদের কানেও পৌঁছেছে। এমন আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী তৎপরতার সঙ্গে শিল্পপতিদের অভয়-বার্তা দিতে চান বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, বিনিয়োগ সংক্রান্ত কিছু ফাইলে সই করার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। সূত্রের খবর, সেই ফাইলে সই না থাকায় সমস্যা বাড়ছে রাজ্য সরকারের। সেই সব বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

পার্থ চট্টোপাধ্য়ায়ের মন্ত্রিত্ব নিয়েও জল্পনা চলছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পরও পার্থকে মন্ত্রী পদে রাখা হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানে পার্থ-র পদ নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Next Article