কলকাতা: ইডি হেফাজতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তার জেরে নিয়োগ দুর্নীতি মামলায় আরও চাপ বেড়েছে রাজ্য সরকারের উপর। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার(Jago Bangla) সম্পাদকের পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, ইডির(ED) গ্রেফতারির পরেও তিনি ওই পদে কী করে থাকতে পারেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আদৌও কী আর জাগো বাংলার পদে থাকবেন পার্থ? বুধবার সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Trinamool Congress spokesperson Kunal Ghosh) বলেন, “রয়েছেন তো এখনও। তবে থাকবেন কিনা সেটা তো দলের সিদ্ধান্ত।” তবে কী মহাসচিবের পদে থাকবেন পার্থ? এ প্রশ্নের উত্তরেও কুণালের ছোট্ট উত্তর, “এটাও দলের সিদ্ধান্ত।”
এদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে বারবার দাবি করা অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে যে বিপুল টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এমনকী এমনকী খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, “সবাই সাধু এ কথা আমি বলতে পারব না। সাধুর মধ্যেও ভূত আছে। সবাই একশো শতাংশ সঠিক কাজ করবে এ কথা বলব না। আমি চাই নির্দিষ্ট সময়ের মধ্যে সত্যির বিচার হোক। তাতে কেউ দোষী প্রমাণিত হয় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আমি কিছু মনে করব না।” ২ দিন আগেই নজরুল মঞ্চে এ কথা বলতে দেখা যায় মমতাকে। যা নিয়েও রাজনৈতিক মহলে চলছে জোরদার চর্চা। এমতাবস্থায় স্বভাবতই প্রশ্ন উঠছে পার্থর ক্ষত তৃণমূল কেন বইবে? মন্ত্রিসভা থেকে কী সরবেন?
এ প্রসঙ্গে কুণাল বলেন, “নিশ্চিতভাবে ঘটনাটি অবাঞ্ছিত ও অপ্রীতিকর। তবে মমতাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের কোনও বরিষ্ঠ নেতাও যদি দুর্নীতিতে অভিযুক্ত থাকেন তাহলে দল অবশ্যই ব্যবস্থা নেবে।” এদিকে পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পার্থ বলেন, “কেন পদত্যাগ করব?” এ প্রসঙ্গে কুণালের মত, “পদত্যাগ করবেন কিনা সেটা তাঁর ব্যপার। সমস্ত মন্ত্রী পদ রেখেও যদি প্রভাবশালী তকমা আদালতে দূরে রাখার কোনও কৌশল জানেন সেটাও সম্পূর্ণ তাঁর নিজস্ব ব্যাপার।” বুধবার প্রকাশিত জাগো বাংলার প্রথম পাতার একটি প্রতিবেদন ঘিরে শুরু হয়েছে জল্পনা। ওই প্রতিবেদনের শিরোনামে লেখা, ‘পার্থকে আমি ছাড়ব, কেন বলেছিলেন সেদিন ধনখড়?’ পার্থর আগে থেকে মন্ত্রী তকমা উঠে যাওয়া নিয়েও শুরু হয়েছে জল্পনা।