বাজল ভোটের বাদ্যি, ১৭ ডিসেম্বর রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার

ঋদ্ধীশ দত্ত |

Dec 11, 2020 | 9:50 PM

আগামী ১৭ ডিসেম্বর তিনি এ রাজ্যে আসবেন বলে জানা গিয়েছে। দু'দিনের রাজ্য সফরে সব জেলাশাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট নেওয়ার কথা রয়েছে তাঁর। সেই সঙ্গে এ রাজ্যের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ।

বাজল ভোটের বাদ্যি, ১৭ ডিসেম্বর রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: বিধানসভা (West Bengal Assembly Election 2021) নির্বাচনের সব প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার (Deputy Election Commissioner)। আগামী ১৭ ডিসেম্বর তিনি এ রাজ্যে আসবেন বলে জানা গিয়েছে। দু’দিনের রাজ্য সফরে সব জেলাশাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট নেওয়ার কথা রয়েছে তাঁর। সেই সঙ্গে এ রাজ্যের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ।

একুশ সালে পা পড়ার আগে থেকেই এই দশকের সর্বাপেক্ষা তাৎপর্য ও গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলস্বরূপ এই মাসেই রাজ্যে পা রাখবেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার সুদীপ জৈন। তিনিই এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অফিসার। এসে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি।

আগামী ১৪ ডিসেম্বর সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারীক। ঠিক তারপরই ডেপুটি নির্বাচন কমিশনারের রাজ্যে পা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ১৭-তে রাজ্যে এসে ১৯ ডিসেম্বর পর্যন্ত থাকবেন সুদীপ জৈন। এই দুদিনে সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকের মাধ্যমে খতিয়ান নেবেন কোন জেলার কী রকম পরিস্থিতি, কোথায় বা গণ্ডোগোল হওয়ার আশঙ্কা রয়েছে, খবর সূত্রের।

আরও পড়ুন: ‘আমি কোথায়?’ চোখ খুলে স্ত্রী-মেয়ের কাছে জানতে চাইলেন বুদ্ধদেব

অতিমারি পরিস্থিতির জেরে এবার কিছুটা হলেও অন্যরকমের হতে চলেছে ভোটগ্রহণ প্রক্রিয়া। বুথের সংখ্যা বাড়বে অনেকটাই। যাতে পোলিং বুথে অল্প সংখ্যক মানুষ দাঁড়াতে পারেন। সেই বুথগুলির অবস্থা কেমন রয়েছে, অন্য কোনও বড় সমস্যা রয়েছে কিনা, সবটাই বিস্তারিত জানবেন সংশ্লিষ্ট কর্তাদের থেকে।

বাংলায় ভোট হতে চলেছে পরের বছর। বিশেষজ্ঞদের মতে, এপ্রিলের আগে তা হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তা সত্ত্বেও এতদিন আগে থেকে ডেপুটি কমিশনারের আসাতে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার। এ রাজ্যের ভোটকে অন্য চোখে, এবং আলাদা গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: বিশ্লেষণ: রাজ্যের আমলাদের স্বরাষ্ট্রমন্ত্রকের তলব, কতটা এক্তিয়ারভুক্ত!

Next Article