বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ স্বাস্থ্য ভবনের, নিট ফল ‘জ়িরো’

ঋদ্ধীশ দত্ত |

Dec 11, 2020 | 9:58 PM

সেই মতো তদন্তের কাজ শুরু করে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়। ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে বলা হয়।

বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ স্বাস্থ্য ভবনের, নিট ফল ‘জ়িরো’
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়ে স্বাস্থ্য ভবনের (West Bengal Health Department) কর্তাদের হাতে এল ‘শূন্য’! হাওড়ার ফুলেশ্বরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বেআইনিভাবে নার্সিং কলেজ চালানোর অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ খতিয়ে দেখতে গত ৭ ডিসেম্বর তদন্তের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য ভবন। সেই মতো তদন্তের কাজ শুরু করে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়। ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে বলা হয়।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় স্বাস্থ্য ভবনের কর্তাদের জানিয়েছে, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ নার্সিং কলেজের অনুমোদন সংক্রান্ত সব নথি জমা দিয়েছেন। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অনুমোদন সংক্রান্ত নথির মেমো নম্বর‌ও স্বাস্থ্য ভবনকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছে জেলা স্বাস্থ্য দফতর। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কীসের ভিত্তিতে এই তদন্তের নির্দেশ দেওয়া হল?

আরও পড়ুন: সুদীপ্তর চিঠি কোনও প্রভাবশালীর অঙ্গুলিহেলনে নয় তো! সিবিআই-কে শুভেন্দুর বিস্ফোরক চিঠি

স্বাস্থ্য ভবনের অন্দরের খবর, কোভিড পর্বে ওই বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করেছে স্বাস্থ্য দফতর। সম্প্রতি হাওড়ার অন্য দুটি অধিগৃহীত হাসপাতালে শয্যায় সাধারণ রোগী ভর্তির ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও ফুলেশ্বরের হাসপাতালকে সেই তালিকায় রাখা হয়নি। বেসরকারি হাসপাতালের অধিকর্তা শুভাশিস মিত্র বলেন, “আমরা আইন মেনে নার্সিং কলেজ করেছি। হাসপাতালে রোগীদের পরিষেবা দেওয়ার প্রশ্নেও বেনিয়মের অভিযোগ কিছু নেই। তবুও এ ধরনের তদন্তের নির্দেশ দুর্ভাগ্যজনক।”

আরও পড়ুন: বাজল ভোটের বাদ্যি, ১৭ ডিসেম্বর রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার

Next Article