কলকাতা: ময়দান থেকে সব অবস্থান বিক্ষোভ সরানোর জন্য সেনা বাহিনীর পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাইকোর্টে আবেদন করেছেন। ফলে আপাতত ময়দান চত্বর জুড়ে চাকরি, বকেয়া ডিএ-সহ নানা ইস্যুতে চলা প্রায় ১৪টি ধর্না অবস্থান ও আন্দোলনের ভবিষ্যত প্রশ্নের মুখে। গান্ধী মূর্তির সামনে ২৭ জানুয়ারি থেকে ধর্না চালানো একটি সংগঠনও আবার এ দিন অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করে। আদালত সেনা বাহিনীকে মামলায় যুক্ত করার নির্দেশ দেয়। আদালতের বক্তব্য, ময়দান থেকে সব অবস্থান সরানোর জন্য মামলা করেছে সেনা বাহিনী। তাই তাদের বক্তব্য শুনতে হবে। সোমবার মামলার শুনানি।
আইনত শহিদ মিনার চত্বর সেনাবাহিনীর মালিকাধীন। সেখানে সভা কিংবা ধর্না-সহ যে কোনও কর্মসূচি করতে গেলেই সেনার অনুমতি নিতে হয়। ডিএ-এর দাবিতে শহিদ মিনারে ধর্না অবস্থান করছেন সরকারি কর্মীরা। মঙ্গলবার তা ৭৫ দিনে পড়েছে। সেনার বক্তব্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শহিদ মিনারের পথে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। তবে এই জায়গায় অবস্থান আন্দোলনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। এখন সেই সময়সীমা অতিক্রান্ত। সেক্ষেত্রে তাঁদের এই অবস্থান তুলে নেওয়ারই কথা। কিন্তু এখনও সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।
অন্যদিকে আবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “এখনও অনিশ্চয়তার কিছুই হয়নি। মামলা দায়ের হতেই পারে। আমাদের আবেদনে লেখা ছিল ‘অনির্দিষ্টকালের জন্য।’ এখন অনির্দিষ্টকাল তো আর দু’মাস বা তিনমাস হতে পারে না।” সেনার আবেদনে ভুল আছে বলেও দাবি করেন যৌথ মঞ্চের নেতা। তাঁর বক্তব্য, তাঁদের কাছেও নির্দেশনামা রয়েছে, সেটা দেখালেই স্পষ্ট হয়ে যাবে।