Dhupguri: সোমবার থেকে বিদেশ সফরে রাজ্যপাল, ধূপগুড়ির বিধায়কের শপথ নিয়ে টানাপোড়েন

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Sep 25, 2023 | 3:57 PM

Dhupguri: ২৪ তারিখ অবধি শপথগ্রহণ পাঠ করানো গেল না বিধায়ককে। এবার আবার রাজ্যপাল বাইরে যাচ্ছেন। তবে সূত্রের খবর, আমেরিকায় যাওয়ার আগে রাজ্যপাল যদি পরিষদীয় দফতর ও বিধানসভার স্পিকারকে এই শপথের বিষয়ে অনুমোদন দিয়ে যান, তবে শপথ হতে পারে এ সপ্তাহেই।

Dhupguri: সোমবার থেকে বিদেশ সফরে রাজ্যপাল, ধূপগুড়ির বিধায়কের শপথ নিয়ে টানাপোড়েন
ধূপগুড়ির বিধায়কের শপথ নিয়ে জটিলতা অব্যাহত।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সোমবার থেকে বিদেশ সফরে রাজ্যপাল। ধূপগুড়ির বিধায়কের শপথ কি তাহলে অথৈ জলে, উঠছে প্রশ্ন। সেপ্টেম্বর মাসে জয়। তবে এ মাসে আদৌ শপথ হবে কি না, তা নিয়ে রয়েছে ধন্দ। এরইমধ্যে রাজ্যপালকে চিঠি লেখার জন্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনদেবকে তিনি বলেন, বিধায়ক শপথ নিতে না পারায় এলাকার মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কথা জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিতে বলেন তিনি।

ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণকে ঘিরে জটিলতা ক্রমে বেড়েই চলেছে। সোমবার থেকে রাজ্যে থাকবেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমেরিকায় একটি সাহিত্য ও সংস্কৃতি সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিতে সোমবার বিদেশ সফরে যাওয়ার কথা রাজ্যপাল বোসের। ফিরবেন এক সপ্তাহ পর। তার জেরে নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণ আরও কিছু পিছতে পারে বলে চর্চা চলছে প্রশাসনিক মহলে।

৮ সেপ্টেম্বর ধূপগুড়ি উপভোটের ফল প্রকাশ হয়েছিল। ২৪ তারিখ অবধি শপথগ্রহণ পাঠ করানো গেল না বিধায়ককে। এবার আবার রাজ্যপাল বাইরে যাচ্ছেন। তবে সূত্রের খবর, আমেরিকায় যাওয়ার আগে রাজ্যপাল যদি পরিষদীয় দফতর ও বিধানসভার স্পিকারকে এই শপথের বিষয়ে অনুমোদন দিয়ে যান, তবে সেক্ষেত্রে শপথ হতে পারে এ সপ্তাহেই।

এ প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “আমি যত দ্রুত সম্ভব চিঠি দিচ্ছি। বিদেশ যাচ্ছেন রাজ্যপাল। তাঁর যাওয়ার আগেই যাতে রাজ্যপালের হাতে সেই চিঠি পৌঁছয় সেই চেষ্টা করব। চিঠির খবর তিনি পাবেনই। চাইলে তিনি অধ্যক্ষকে শপথ নেওয়ার কথা বলে দিতে পারেন।” একইসঙ্গে পরিষদীয় মন্ত্রী বলেন, “ধূপগুড়ির নির্বাচিত প্রতিনিধি নির্মলচন্দ্র রায়। তাঁর এলাকায় পরিষেবা ব্যাহত হচ্ছে। আমি আগেও আপনাকে (রাজ্যপাল) চিঠি দিয়েছিলাম। অবিলম্বে শপথের ব্যবস্থা করা হোক।”

Next Article