কলকাতা: বাংলার ‘কৃষক বঞ্চনা’র অভিযোগ তুলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ। সোমবার হেস্টিংস-এ বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এ রাজ্যে কৃষকদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। গ্রামে গ্রামে ঘুরে বিজেপি সে ছবিও দেখেছে।
দিলীপ ঘোষ বলেন, “বাংলার কৃষকরা সব দিক দিয়ে বঞ্চিত। এখানে সব থেকে বেশি ধান উৎপাদন হয়। কিন্তু কৃষকরা দাম পান না। তাঁরা বঞ্চিত হন। এ রাজ্যের সরকার সবথেকে কম ধান কেনে।” বিহার, পঞ্জাবের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, এখানে সরকার কোঅপারেটিভ করে ধান কেনেন। ফলে কতটা ধান কেনা হল তার কোনও হিসাবই পাওয়া যায় না। কে কিনছেন কতটা কিনছেন কেউ জানতেই পারে না। বিহার, উত্তর প্রদেশ কিংবা পঞ্জাবে যেখানে ৯০ শতাংশ ৭০ শতাংশ কিংবা ৬০ শতাংশ লোকের কাছ থেকে ধান কেনা হয়, সেখানে বাংলায় কেনা হয় ১৫ শতাংশ, দাবি দিলীপের। সহায়ক মূল্যের ক্ষেত্রেও কেন্দ্রের সঙ্গে বিস্তর ফারাক থাকে রাজ্যের।
আরও পড়ুন: ‘কী রে কিছু ভাবলি, আর তো সময় নেই’, মমতাকে প্রণাম করতেই বিজেপি বিধায়ককে প্রশ্ন ‘দিদি’র
এরপরই মমতাকে উদ্ধৃত করে দিলীপ ঘোষের বক্তব্য, “এখানকার চাষিদের ব্যাপারে যে তথ্য মাননীয়া মুখ্যমন্ত্রী দেন, এখানে নাকি চাষিদের তিন গুণ আয় বৃদ্ধি হয়েছে। আমি জানি না কী ভাবে সম্ভব।” এর স্বপক্ষে খতিয়ান তুলে ধরে তিনি বলেন, “গোটা দেশে চাষিদের বছরে ৮৬ হাজার টাকা রোজগার, সেই তুলনায় বাংলার কৃষকদের রোজগার অনেক কম। এরপরও মুখ্যমন্ত্রী কী করে বলতে পারেন এখানে কৃষকদের রোজগার তিনগুণ হয়েছে।” এগুলি কৃষকদের বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন তিনি। ‘দিল্লির কৃষক আন্দোলনে বাংলার কোনও কৃষকই নেই। বাংলার নেতারা দিল্লি হরিয়ানা যাচ্ছেন কৃষকদের সঙ্গে ছবি তুলতে’, মন্তব্য দিলীপ ঘোষের।