দিলীপের উত্তরসূরি কে? জেপি নাড্ডার কাছে এই ৪-৫ টি নাম পাঠালেন রাজ্য সভাপতি

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 07, 2021 | 1:55 AM

Dilip Ghosh BJP: সূত্রের খবর, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ইতিমধ্যেই বেশ কয়েকটি নামের তালিকা পাঠিয়ে দিয়েছেন দিলীপবাবু।

দিলীপের উত্তরসূরি কে? জেপি নাড্ডার কাছে এই ৪-৫ টি নাম পাঠালেন রাজ্য সভাপতি
ছবি-PTI

Follow Us

কলকাতা: বিজেপি (BJP) রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের (Dilip Ghosh) মেয়াদকাল ফুরিয়ে আসছে। সময় এসেছে পদ্ম শিবিরের পরবর্তী সাংগঠনিক প্রধান বেছে নেওয়ার। সেই দায়িত্বও দিলীপ ঘোষের কাঁধেই সঁপেছেন শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) ইতিমধ্যেই বেশ কয়েকটি নামের তালিকা পাঠিয়ে দিয়েছেন দিলীপবাবু। তাঁদের মধ্যে থেকেই কোনও একজনকে পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি হিসেবে বেছে নেবেন শীর্ষ নেতৃত্ব।

বিজেপি বিধায়কের সংখ্যা যখন মাত্র ৩, ও সাংসদ সংখ্যা যখন ২, সেই সময় এ রাজ্যে বিজেপি সভাপতির চেয়ার পেয়েছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকে তাঁরই নেতৃত্বে এ রাজ্যে ৭৫ বিধায়ক (দু’জন ইস্তফা দেওয়ার ফলে) এবং ১৮ সাংসদ পেয়েছে গেরুয়া শিবির। ফলে দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতারা যে তাঁর পারফর্মেন্সে খুশিই ছিলেন, তা বলাই চলে। যে কারণে গত লোকসভা ভোটের আগে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন করে তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়। সেই সিদ্ধান্তের সুফল মেলে বিধানসভা ভোটেও।

একাধিক সময় নিজের বিতর্কিত বয়ানের কারণে শিরোনামে উঠে এলেও সঙ্ঘের এই নেতার উপর অগাধ আস্থা ছিল মোদী-শাহদের। তবে বিজেপি সূত্রে খবর, এ বার সম্ভবত রাজ্য সভাপতির পদে নতুন মুখই দেখা যেতে পারে। যে কারণে দিলীপের উপর আস্থাশীল নেতৃত্ব তাঁকেই পরবর্তী সম্ভাব্যদের তালিকা বেছে নিতে বলেছেন। ৪-৫ জনের নামও দিলীপ প্রস্তাব করেছেন বলে খবর।

সূত্র জানাচ্ছে, জেপি নাড্ডা এই বিষয়টি নিয়ে শুক্রবার দিলীপ ঘোষের কাছে জানতে চান, তাঁর পরবর্তী পছন্দের তালিকায় কে কে রয়েছেন? যেহেতু দিলীপ এ রাজ্যে বিগত ৬ বছর ধরে সংগঠনে শান দিয়ে তাকে ধারালো করে তুলেছেন, তাই কেন্দ্রীয় নেতৃত্ব চায় যে দিলীপই পরবর্তী সভাপতির নামের তালিকা প্রস্তাব করুন। সেই মতো ৪-৫ টি নামের তালিকা দিয়েছেন দিলীপবাবু। যেখানে রায়গঞ্জেন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়দের নাম রয়েছে বলে খবর সূত্রের। আরও পড়ুন: নির্বাচনের ফল থেকে জোট- কাটাছেঁড়া হবে একাধিক ইস্যুতে! সিপিএমের ৩ দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু

Next Article