Dilip Ghosh: ‘তৃণমূলের কতজন নেতা-নেত্রী চাকরি পেয়েছেন…’, দিলীপের হাতে ৯৭ জনের তালিকা?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 25, 2022 | 9:45 AM

Dilip Ghosh: রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই সরব বিজেপি তথা বিরোধীরা। সেই বিতর্ক আরও উস্কে দিলেন দিলীপ ঘোষ।

Dilip Ghosh: তৃণমূলের কতজন নেতা-নেত্রী চাকরি পেয়েছেন..., দিলীপের হাতে ৯৭ জনের তালিকা?
বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ফাইল ছবি।

Follow Us

কলকাতা : টাকা নিয়ে চাকরি দিয়েছেন বিধায়ক। একটি অডিয়ো ক্লিপে এমনই অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, তখন ওই অডিয়ো ক্লিপ নিয়ে আক্রমণের সুর চড়িয়েছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই ইস্যুতে লকেটের বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন বেচারাম মান্না। এই ইস্যুতে কথা বলতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, কাদের প্রভাব খাটিয়ে চাকরি দেওয়া হয়েছে, সেই তালিকা রয়েছে তাঁর কাছে। কিছুদিনের মধ্যেই সংবাদমাধ্যমের হাতে সেই তালিকা তুলে দেবেন বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ।

শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ দাবি করেন, সাংসদ লকেট চট্টোপাধ্যায় যখন প্রশ্ন তুলেছেন, তখন তাঁর কাছে নিশ্চয় তথ্য- প্রমাণ রয়েছে। তবে দিলীপের দাবি, মামলা যখন হয়েছে, তখন এটা বিচার্য বিষয়। বিচার হলেই বোঝা যাবে, কে ঠিক, কে ভুল। সেই সঙ্গে দিলীপ ঘোষের দাবি, লকেট চট্টোপাধ্যায়ের কাছেই নয়, তাঁর কাছেও রয়েছে এমন অনেক তথ্য।

বিজেপি সাংসদ বলেন, ‘আমাদের কাছে অনেক অভিযোগ আসছে। আমাকে অনেকে মেলও পাঠাচ্ছেন, কোন কোন লোক চাকরি পেয়েছেন। আমার কাছে একটা পুরো তালিকা এসেছে।’ দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের কতজন নেতা-নেত্রী চাকরি পেয়েছেন সেই তালিকা এসেছে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। আর সেই তালিকায় ওই জেলার ৯৭ জনের নাম আছে বলেও জানিয়েছেন দিলীপ।

তবে বেচারামের যে অডিয়ো নিয়ে অভিযোগ, সেই অডিয়ো-র সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। বিজেপি সাংসদের সেই মন্তব্যের প্রেক্ষিতেই চলতি মাসেই আইনি নোটিস পাঠালেন বেচারাম মান্না। ওই নোটিসে উল্লেখ করা হয়েছে, ১০ দিনের মধ্যে নোটিসের জবাব না দিলে ২ কোটি টাকার মানহানির মামলা করা হবে।

Next Article