Dilip Ghosh on Audio Clip: ‘অনেক লোক অনেক কিছু বলে, পার্টির দায় নেই’

Dilip Ghosh: "...বিভিন্ন অর্থে বিভিন্ন স্বার্থে লোকে এসব করে থাকে। এর কোনও প্রমাণ লাগে না। কিন্তু যারা জেল খেটে এসেছে, যাদের নামে কেস চলছে। সেটা তো আর প্রমাণ করতে হবে না।"

Dilip Ghosh on Audio Clip: 'অনেক লোক অনেক কিছু বলে, পার্টির দায় নেই'
'খেলা হবে'র জবাব দিলীপের (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2021 | 1:55 PM

কলকাতা: ইতিমধ্যেই দলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। যা নিয়েই ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আর্থিক লেনদেনের অভিযোগ বিজেপির অন্দর থেকে উঠে এসেছে। যে লেনদেনের অভিযোগ করেছিলেন খোদ তথাগত রায়। সম্প্রতি দক্ষিণ কলকাতার বিজেপি যুবনেতার চাঞ্চল্যকর অডিয়ো ক্লিপ ফাঁস হয়েছে। এই অডিয়ো ক্লিপের সত্যতা রয়েছে, কি না তা হয়ত স্পষ্ট নয়। কিন্তু নির্বাচনের আগে এমন অডিয়ো ক্লিপ যে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কেউ দুর্নীতির অভিযোগ তুললে হবে না। বিভিন্ন অর্থে বিভিন্ন স্বার্থে লোকে এসব করে থাকে। এর কোনও প্রমাণ লাগে না। কিন্তু যারা জেল খেটে এসেছে, যাদের নামে কেস চলছে। সেটা তো আর প্রমাণ করতে হবে না।”

দিলীপ ত্রিপুরার প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “দিনের পর দিন তারা জেল খেটে, তারা বড় বড় কথা বলছে। আমি বলেছিলাম ত্রিপুরাতে চোর ডাকাতরা গেছে দেখে রাখুন। যে যে নেতারা গেছে তারা কারা?  তাদের বিরুদ্ধে আমরা কেস করিনি। টিএমসির সরকার তার লোকেরাই কেস করেছে।” ত্রিপুরাতে তৃণমূলের প্রতিনিধি দল প্রসঙ্গে তোপ দাগেন দিলীপ।

ফাঁস হওয়া অডিয়ো ক্লিপের পিছনে তৃণমূলেরই রাজনীতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি।  তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, “পুরো পার্টিটা আজ দুর্নীতিতে ছেয়ে গেছে। ওরা লোককে কী প্রশ্ন করবে! রাস্তায় অনেক ভিডিয়ো চলে অনেক লোক অনেক কিছু বলে। পার্টির কোনও দায় নেই।”

পুরনির্বাচনের প্রাক্কালে দক্ষিণ কলকাতার বিজেপি যুবনেতার চাঞ্চল্যকর অডিয়ো ক্লিপ ফাঁস হয়েছে। সেই কলরেকর্ডে শোনা যাচ্ছে দুই ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। এক পক্ষ টিকিট প্রার্থী। অন্যজন বিজেপির যুবনেতা প্রীতম সরকার বলে অভিযোগ। যদিও সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

অভিযোগ, দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি শঙ্কর শিকদারের জ্ঞাতসারে এই কথোপকথন হয়েছে। এই ভাইরাল অডিয়ো ক্লিপটি নিয়ে সরাসরি লালবাজারে অভিযোগ দায়ের করেন খোদ দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি শঙ্কর শিকদার। লালবাজার সাইবার সেল ও বিজেপি সূত্রে খবর, স্নেহাশীস দত্ত নামে জনৈক এক ব্যক্তির নামেই লিখিত এফআইআর দায়ের করেছেন শঙ্কর। এফআইআরে উল্লেখ করা হয়েছেন, স্নেহাশীস বেহালার বাসিন্দা। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় , বিজেপি নেতাকে উদ্দেশ্য করে এবং তাঁর নামে নানা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন স্নেহাশীস। শুধু তাই নয়, স্নেহাশীস নামের ওই ব্যক্তি বিশেষভাবে শঙ্করবাবুর ক্ষতি করার চেষ্টা করছেন বলেও দাবি করেছেন বিজেপি নেতা। তাই, স্নেহাশীসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি।

ঠিক কী শোনা গিয়েছে অডিয়ো ক্লিপে? ভাইরাল হওয়া ওই অডিয়ো ক্লিপে শোনা গিয়েছে, দুই ব্যক্তির

কথোপকথন। অভিযোগ, ওই দুই কণ্ঠস্বরের একটি বিজেপি যুব নেতা প্রীতম সরকারের। অভিযোগ, বিজেপি যুব নেতা বলে দাবি করা ওই কণ্ঠস্বরে শোনা যাচ্ছে, একজন টিকিট প্রার্থীকে বলা হচ্ছে, “প্রতি ক্যান্ডিটেড ১ লাখ টাকা করে অন্তত দাও”, আরও বলা হচ্ছে, “একদম হবে। এবং সেখানে তৃণমূলের সঙ্গে সেটিং করে জেতানোর যতরকম চেষ্টা, সব করা হবে।” পাশাপাশি, টিকিট প্রার্থীর প্রশ্নের উত্তর দিতেও শোনা গিয়েছে। তবে ওই টিকিট প্রার্থী কে তা জানা যায়নি। অডিয়োটির সত্যতা যদিও যাচাই করেনি TV9 বাংলা। এই অডিয়ো ক্লিপের সত্যতা আগেই অস্বীকার করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্তর দাবি, “পুরো ঘটনাটাই ভুয়ো। একটা চক্রান্ত করে তৈরি করা। বিজেপির এতটাও খারাপ দিন আসেনি যে বিজেপিকে ১ লক্ষ টাকায় টিকিট বিক্রি করতে হবে। তারপর প্রার্থী নির্বাচন করতে হবে। এর সঙ্গে বিজেপির কোনও সংযোগ নেই। পুরোটাই ভ্রান্ত। তৈরি করা।”

আরও পড়ুন: দুই আদালতেই আজ নন্দীগ্রাম মামলা, শীর্ষ আদালতের রায়ে নির্ভর করছে

হাইকোর্টের শুনানি