কলকাতা: বাংলায় পা রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই তাঁর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছেন তিলোত্তমার মা-বাবা। সাক্ষাৎ প্রসঙ্গে জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বলেন, “আমি ঠিক জানি না দেখা করবেন কিনা। আবেদন করেছেন ওনারা। এবার দেখা করার বিষয়টা এখনকার নেতৃত্ব ঠিক করবেন।”
তবে রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়েননি দিলীপ। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, “কিন্তু ওনাদের আবেদন থেকেই বোঝা যাচ্ছে এখনকার রাজ্য সরকারের উপর থেকে মানুষের ভরসা চলে গিয়েছে। সে কারণেই তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছেন, কেন্দ্র সরকারের কাছে আবেদন করছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন। তারমানে এখানের রাজ্য সরকারের উপর আর কোনও ভরসাই নেই। পুলিশ-প্রশাসনের উপর ভরসা উঠে গিয়েছে। এটা চিন্তার বিষয়।”
তবে তিলোত্তমার পরিবারের সঙ্গে অমিত শাহের দেখা যে হচ্ছে কিনা সে বিষয়ে এখনই কোনও পাকা খবর নেই বলে সূত্রের খবর। এখনও তাঁদের বাড়িতে কোনও চিঠি আসেননি বলে জানিয়েছেন তিলোত্তমার বাবা। সে কারণেই তাঁরা সাক্ষাৎ নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি। অন্যদিকে প্রশাসনিক সূত্রে খবর, নিরাপত্তার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর তিলোত্তমার বাড়ি যাওযার ক্ষেত্রে কিছু বাধা আছে। এখন দেখার শেষ পর্যন্ত তিনি অন্যত্র কোথাও দেখা করেন কিনা।