কলকাতা: দলিল বিতর্কে হদিস মিলল বিস্ফোরক তথ্যের। শিক্ষক নিয়োগ কাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের দলিল পাওয়া নিয়ে ইতিমধ্যে সরগরম বাংলার রাজনীতি। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে কেন সিবিআই গ্রেফতার করবে না সেই প্রশ্ন তুলে বিতর্কের ধার কয়েক গুণ বাড়িয়ে তুলেছেন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির গ্রেফতারির প্রশ্নে সওয়াল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই পরিস্থিতিতে দলিল বিতর্ক কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হল বৃহস্পতিবার। TV9 নাইনের হাতে রয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বিলাসবহুল আইডিয়াল ভিলায় দিলীপ ঘোষের মালিকানাধীন দলিলের প্রতিলিপি। সেই দলিলে সাক্ষী হিসাবে সই রয়েছে প্রসন্ন রায়ের! ৯৯ লক্ষ টাকা মূল্যের দলিল কেন শিক্ষক নিয়োগ কাণ্ডে ধৃত প্রসন্ন রায়ের বাড়ি থেকে উদ্ধার হল, তা নিয়ে তখন খোদ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, এরপর সাক্ষী হিসাবে দলিলে প্রসন্ন রায়ের সইকে কেন্দ্র করে শাসকদল আক্রমণের ধার আরও বাড়াতে পারে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোণঠাসা হয়ে রয়েছে শাসকদল। দলিলে মিডলম্যান প্রসন্ন রায়ের সই বিজেপির বিরুদ্ধে শাসকদলের হাতে নতুন অস্ত্র তুলে দিতে পারে।
সূত্রের খবর, দলিলের তথ্য অনুযায়ী সাড়ে তিন হাজার বর্গফুটের ভিলার মূল্য ৯৯ লক্ষ টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ৯৯ লক্ষ টাকা পাঁচটি চেক এবং একটি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দেওয়া হয়েছে।
বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, “সোশ্যাইটির প্রধান প্রসন্ন রায়। তাই ইলেক্ট্রিক মিটারের জন্য দলিল প্রসন্ন রায়কে দিয়েছিলাম।” তবে ডিড কপিতে সাক্ষী হিসাবে প্রসন্ন রায়ের সই এই বিতর্কে এক নতুন মাত্রা যোগ করল।
বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্পিতার সূত্র ধরে নাম না করে দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি করেন। দলিলে সাক্ষী হিসেবে প্রসন্নর সই মেলার পর সেই বিতর্কই জোরাল হচ্ছে।