অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন দিলীপ

ঋদ্ধীশ দত্ত |

Dec 21, 2020 | 10:04 PM

কেন আচমকা এই মামলা করলেন দিলীপবাবু? জানা গিয়েছে, গত ২৯ নভেম্বর বজবজে একটি সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বিশেষণ ব্যবহার করে দিলীপ ঘোষকে আক্রমণ করেন।

অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন দিলীপ

Follow Us

কলকাতা: ডায়মন্ড হারবারের সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে এবার ফৌজদারি মানহানীর মামলা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সূত্রের খবর, সোমবার ব্যাঙ্কশাল কোর্টে এই মামলা দায়ের করেছেন দিলীপ ঘোষের আইনজীবী।

কিন্তু কেন আচমকা এই মামলা করলেন দিলীপবাবু? জানা গিয়েছে, গত ২৯ নভেম্বর বজবজে একটি সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বিশেষণ ব্যবহার করে দিলীপ ঘোষকে আক্রমণ করেন। যার মধ্যে ‘গুন্ডা-মাফিয়া’ কথাটিও ব্যবহার করেছিলেন তিনি। ঠিক এই জায়গাতেই আপত্তি বিজেপি নেতার। তাঁর বিরুদ্ধে এহেন শব্দপ্রয়োগ করার কারণে আগেই আইনি নোটিস দিয়েছিলেন দিলীপ। যেখানে বলা হয়েছিল, ভুল স্বীকার করা ক্ষমা চাইতে হবে অভিষেককে।

আরও পড়ুন: ‘ও যদি পাগলামি না ছাড়ে, বিশ্বভারতীর ভেতরে গিয়ে পতাকা লাগিয়ে দেব’

প্রত্যাশিতভাবেই ক্ষমা চাননি যুব তৃণমূল সভাপতি। যার পরিপ্রক্ষিতে এদিন ফৌজদারি মানহানী মামলা দায়ের করেন দিলীর ঘোষের আইনজীবী। এই প্রসঙ্গে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেন, কোনও নোটিস হাতে আসেনি। আগে কিছু পাই তারপর বিষয়টি দেখব।

আরও পড়ুন: তৃণমূল আমার বউ চুরি করল, সুজাতা আমার কাছে মৃত: সৌমিত্র

Next Article