কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের নামে নালিশ করে কমিশনে চিঠি পাঠিয়েছে তৃণমূল। বিজেপি সূত্রে খবর, দলের তরফ থেকে এই মন্তব্যের ব্যাখা চাওয়া হয়েছে। বিজেপি প্রার্থী তাঁর জবাব দেবেন বলেও জানিয়েছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তাঁর এমন মন্তব্য করা ঠিক হয়নি বলেও জানিয়েও খোঁচা দিলেন দিলীপ। যাকে গোদা বাংলায় বলে, ‘ভাঙলেন অথচ মচকালেন না’
সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষ বলেছেন, “আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়,যারা ভনিতা করে অন্যায় করে তাঁর সম্বন্ধে আমি বলি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কোনও ব্যক্তিগত বিবাদ নেই। তাঁর সম্বন্ধে আমার মনে কোনও ক্লেশ নেই, কোনও দূর্ভবনা নেই। উনি বার বার যে রাজনৈতিক বক্তব্য দিয়ে লোককে বিভ্রান্ত করেছেন আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি।” বিজেপি নেতা নিজেই স্বীকার করে বলেছেন, “আমার ভাষা, শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে। যদি তাই হয় তাহলে আমি তার জন্য দু:খিত।” এরপরই ফের নিজের মহিমায় ফিরে এলেন বিজেপি নেতা। প্রশ্ন করলেন, “কিন্তু আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীরই পার্টির এক নেতা, তাঁরই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার দলের বিধায়কের বাবার নামে এর চেয়েও খারাপ ভাষা প্রয়োগ করেছেন। গালাগাল দিয়েছেন। যিনি একজন বরিষ্ঠ নেতা। তাঁর কোনও মানসম্মান নেই? যাঁদের সুবিধা এরা নিয়েছে তাঁকে নিয়ে যা নয় তাই বলছে। তাঁদের কোনও মান-সম্মান নেই? তখন কেন তাঁদের দলের পক্ষ থেকে কোনও স্টেটমেন্ট দেওয়া হয় না?” দিলীপ এও বলেছেন, “আমি রাজনৈতিক বক্তব্য রেখেছি। শুভেন্দু অধিকারী পুরুষ বলে তাঁর সন্মান নেই? কেন মহিলা বলে তাঁর সম্মান নিয়ে প্রশ্ন উঠবে? দলকে চিঠির অফিসিয়াল উত্তর আমি দেব।”
ফের পোস্ট করেছেন দিলীপ
উল্লেখ্য, এই প্রথম মুখ্যমন্ত্রীকে নিয়ে এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেতা। তাঁর পোশাক নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এবার নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে দিলীপ ঘোতৃণমূলের ছোট-বড়-মাঝারি সব মাপের নেতা-নেত্রীরা নিশানা করতে শুরু করেছেন বিজেপিকে।ষের এই মন্তব্যে