‘সরকারের কুকীর্তি যাতে সামনে না আসে তার জন্যই এই ব্যবস্থা’

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 10, 2021 | 8:22 AM

Dilip Ghosh: বিজেপি যে রাজ্যে বিরোধীর ভূমিকা ভালভাবেই পালন করবে, সেই বার্তাও দেন দিলীপ ঘোষ।

সরকারের কুকীর্তি যাতে সামনে না আসে তার জন্যই এই ব্যবস্থা
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে জল্পনা ছিল বেশ কিছুদিন ধরেই। শুক্রবার সেই পদে মুকুল রায়ের নাম ঘোষণা হতেই ক্ষোভ উগরে দেন বিজেপি বিধায়কফরা। সেই ইস্যুতেই এ বার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি,  সরকার ও বিরোধী দুই ভূমিকাই পালন করতে চাইছে রাজ্য। সব কেলেঙ্কারির অভিযোগ চাপা দিতেই এই ব্যবস্থা বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বিজেপির রা্জ্য সভাপতি বলেন, ‘সরকার সব ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছে। যাতে সামান্যতম প্রশ্ন কেউ তুলতে না পারে, তার ব্যবস্থা করতে চাইছে। সরকার ও বিরোধী দুটি ভূমিকাই করতে চাইছেন। সরকারের কুকীর্তি যাতে সামনে না আসে তার জন্য এই ব্যবস্থা।’ চেয়ারম্যান পদে মুকুলের নাম ঘোষণার প্রসঙ্গে দিলীপের বক্তব্য, ‘এতদিন বিরোধীরা যে নাম পাঠাত, সেখান থেকেই চেয়ারম্যান করা হত। আমরা যে নাম পাঠিয়েছি তার থেকে করা হয়নি। সরকার আমাদের সহযোগিতা চায় না। তাই বিরোধীর ভুমিকা আমরা ভালো করে পালন করব।’

আরও পড়ুন: ‘অন্য গাছের ছাল,’ রাজীব-সব্যসাচীদের তীব্র নিশানা দিলীপের

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর নাম ঘোষণা হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। বিষয়টি নিয়ে যে পদ্মশিবির যে সংঘাতের পথে হাঁটবে তা আগে থেকেই স্পষ্ট করা হয়েছিল। ওই ঘোষণার পর শাসকদলকে সরাসরি আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা বলেন, ‘ক্ষমতার বলে পরিষদীয় রীতি-নীতি ভাঙলেন অধ্যক্ষ।’ শুভেন্দু আরও জানান, বিধানসভার কোনও কমিটিও নিচ্ছে না বিজেপি। তৃণমূল যত পারে ক্ষমতা ভোগ করে নিক। এটাই ‘ওদের’ শেষ টার্ম বলে দাবি শুভেন্দুর।

শুভেন্দুর সাফ কথা, ‘সরকারের যেমন খরচ করার অধিকার রয়েছে, তেমনই বিরোধীদেরও অধিকার রয়েছে সেই খরচের খতিয়ান খতিয়ে দেখার। সেই মতো রাজ্যের খরচ খতিয়ে দেখে বিরোধীরা। কিন্তু এই প্রথম কোনও গণতন্ত্রে বিরোধীদের এমনটা হচ্ছে, যেখানে বিরোধীদের পক্ষ থেকে পিএসির চেয়ারম্যান করা হচ্ছে না।’

Next Article