Dilip Ghosh: ‘আপনারাই প্রয়োজন মতো তরজা বাড়ান কমান’, বললেন শুভেন্দুর ‘আদর্শে’ই বিশ্বাসী দিলীপ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 19, 2022 | 11:53 AM

Dilip Ghosh: দিলীপ ঘোষের সংযোজন, "এটাই গণতন্ত্র। যা বিজেপি দলে আছে। বোধোদয় না। এটাই বাস্তব।"

Dilip Ghosh: আপনারাই প্রয়োজন মতো তরজা বাড়ান কমান, বললেন শুভেন্দুর আদর্শেই বিশ্বাসী দিলীপ
বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি, দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা:  ‘কোনও তরজাই নেই। একই পার্টি, আর একই আদর্শ।’ এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হওএয়ার ঘটনায় বেশ কিছুটা কঠোর মন্তব্য করতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। কিন্তু তা রাজনীতিতে শুরু হয় জোর চর্চা। প্রশ্ন ওঠে, তবে বিজেপি অন্দরে দুই শীর্ষ নেতার মধ্যেই দ্বন্দ্বের আঁচ মিলছে? সে ধন্দ মেটাতে শুক্রবার আবারও প্রশ্ন করা হয় বিজেপি নেতা দিলীপ ঘোষকে। নিউটাউনে প্রাতঃভ্রমণের পর এ প্রশ্নের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ খানিকটা দায় ঠেলে দেন সংবাদমাধ্যমের ঘাড়েই। তিনি বলেন, “আপনারা(মিডিয়া) আপনাদের প্রয়োজন মতো এই তরজা বাড়ান কমান। আমরা একই পার্টি। একই আদর্শ। নিজের কথা যে যার নিজের মতো বলেন।”

দিলীপ ঘোষের সংযোজন, “এটাই গণতন্ত্র। যা বিজেপি দলে আছে। বোধোদয় না। এটাই বাস্তব।” উল্লেখ্য, ঠিক তার একদিন আগেই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠান ও তাতে বিশৃঙ্খল পরিস্থিতি, পদপিষ্ট হওয়ায় ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। দিলীপের বক্তব্য ছিল, “দান খয়রাতি মানবতার অপমান। কিছু পাওয়ার লোভ দেখিয়ে মানুষকে টেনে আনা আমি সমর্থন করি না। গরীবকে সাহায্য করার অন্য নানারকম উপায় আছে। আরও সতর্ক হওয়া উচিৎ ছিল।”

তবে কেবল এই বিষয়টিই নয়। শুভেন্দু অধিকারী ইয়ার এন্ডিংয়ের প্রাক লগ্নে ‘তিন’টি রহস্যময় তারিখের যে কৌতুহল তৈরি করেছিলেন বঙ্গ রাজনীতির বুকে, তা নিয়েও বেশ তীক্ষ্ণ মত ব্যক্ত করতেই দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। তিনি বলেছিলেন, “প্রত্যেকে নিজের মতো করে রাজনীতি করে। কথা বলে। স্টাইল আলাদা। মানুষ ঠিক করে দেয় এর মধ্যে কে ঠিক কে ভুল। তবে আমি তারিখের রাজনীতি বিশ্বাস করি না।”

একের পর এক ‘বাণ’, বিপরীত লাইনে কথা, বিজেপির দুই শীর্ষ নেতৃত্বের বক্তব্যে রাজনৈতিক মহলে চর্চা তৈরি হয়েছিল বইকি। তবে বর্ষীয়ান বিজেপি নেতা তা আঁচ করতে পেরেই এবার জল ঢাললেন তাতে। বললেন, শুভেন্দু ও তিনি একই আদর্শে বিশ্বাসী। একটাই দল করেন তাঁরা।

Next Article