AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Protest: হাওড়া ময়দান টু নবান্ন, চার দফা দাবিতে অভিযান চাকরিহারা শিক্ষাকর্মীদের

Nabanna Abhijan: জড়ো হবে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের একাংশ। তারপর সেখান থাকে মন্দিরতলা হয়ে মিছিল সরাসরি যাবে নবান্নের দিকে। যা ঘিরে আপাতত আঁটোসাঁটো নিরাপত্তা। মোতায়েন হয়েছে পুলিশ।

SSC Protest: হাওড়া ময়দান টু নবান্ন, চার দফা দাবিতে অভিযান চাকরিহারা শিক্ষাকর্মীদের
প্রতীকী ছবিImage Credit: X
| Edited By: | Updated on: Jul 08, 2025 | 8:12 AM
Share

কলকাতা: যোগ্য-অযোগ্য, এই দু’টি শব্দেই আপাতত আবৃত হয়েছে বাংলার রাজনীতি। ঘুরে ফিরে বারংবার চোখের সামনে উঠে আসছে চাকরিহারাদের কথা। এবার সেই যোগ্য-অযোগ্য ইস্যু ঘিরে তৈরি হওয়া দাবিগুলিকে একছত্রে নবান্নে পেশ করতে চান চাকরিহারা শিক্ষাকর্মীরা। মঙ্গলবার চার দফা দাবিতে রাজ্যে শীর্ষ প্রশাসনিক দফতরের দিকে অভিযান চালাবে তারা।

জানা গিয়েছে, এদিন হাওড়া ময়দানে জমায়েত করে নবান্নের দিকে এগোবেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান মেট্রোর কাছে বেলা ১১টা নাগাদ হবে সেই জমায়েত। জড়ো হবে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের একাংশ। তারপর সেখান থাকে মন্দিরতলা হয়ে মিছিল সরাসরি যাবে নবান্নের দিকে। যা ঘিরে আপাতত আঁটোসাঁটো নিরাপত্তা। মোতায়েন হয়েছে পুলিশ। বসানো হয়েছে ব্যারিকেড।

কী কী দাবি রয়েছে তাদের?

  • যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার দ্বারা অর্জিত চাকরি ‘যোগ্য’ ৩ হাজার ৩৯৪ জন চাকরিহারা শিক্ষাকর্মীকে আবার ফিরিয়ে দিতে হবে।
  • যোগ্য শিক্ষাকর্মীদের সার্টিফায়েড তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে।
  • ২২ লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে।
  • প্রায় চার মাস ধরে বেতন বন্ধ থাকার কারণে আর্থিক দুরাবস্থা তৈরি হয়েছে। যাদের মাথায় ঋণের বোঝা, তাদের অবস্থা আরও কঠিন। এই পরিস্থিতিতে চাকরিহারাদের স্বার্থে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, গতমাসের শেষ তারিখে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষাকর্মীরা। তারা স্পষ্ট জানিয়েছিল, একাধিক বার কমিশনের সঙ্গে বৈঠকে কোনও সুরাহা হয়নি। তাই চার দফা দাবি-সহ এবার নবান্নে দ্বারস্থ হবে তারা। সেই সূত্র ধরে ৩ জুলাই প্রথমে অভিযানের দিন হিসাবে ঠিক করা হয়। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় তা পিছিয়ে গিয়ে নির্ধারিত হয় ৮ জুলাই অর্থাৎ আজ।