AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sovandeb Chattopadhyay: ‘মুখ্যমন্ত্রীকে কেউ যেন ভুলপথে চালিত না করেন’, এবার বললেন শোভনদেব

Sovandeb Chattopadhyay: আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের প্রশংসা করেন প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বলেন, "আমি তিলোত্তমার বাড়িতে গিয়েছিলাম। অনেকক্ষণ ছিলাম। ওঁর মা অঝোরে কাঁদছিল সেইসময়। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করার করেছেন। সিবিআই-কে সবরকম সাহায্য করা হচ্ছে। সিবিআই যাতে গড়িমসি না করে, সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় সময় বেঁধে দিয়েছেন।"

Sovandeb Chattopadhyay: 'মুখ্যমন্ত্রীকে কেউ যেন ভুলপথে চালিত না করেন', এবার বললেন শোভনদেব
আরজি করে হামলার নিন্দা করলেন শোভনদেব চট্টোপাধ্যায়
| Edited By: | Updated on: Aug 17, 2024 | 4:44 PM
Share

কলকাতা: আরজি করে ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতি নিয়ে রাজ্যজুড়ে শোরগোল। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। গত বুধবার রাতে ‘রাত দখল’ কর্মসূচি নিয়েছিলেন মহিলারা। রাজ্যজুড়ে সেই অরাজনৈতিক কর্মসূচিতে মহিলারা সামিল হোন। ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতিতে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে একাংশ চিকিৎসকের বদলি নিয়ে প্রশ্ন উঠছে। আর তা নিয়ে এবার মুখ খুললেন প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে কেউ যেন ভুলপথে চালিত না করেন, সেই আবেদন করলেন।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে পিজিটি চিকিৎসক ‘তিলোত্তমা’-র দেহ উদ্ধার হয়। চিকিৎসকরা এই নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। শনিবার দেশজুড়ে কর্মবিরতি ডাক দেয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এদিকে, ডাক্তারদের এই কর্মবিরতির মধ্যে রাজ্যের ৪২ চিকিৎসককে বদলি করা হয়েছে। আর তা নিয়ে উঠছে প্রশ্ন।

শনিবার চিকিৎসকদের বদলি নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে শোভনদেব বলেন, “কারা বদলি হয়েছেন জানি না। হাজার হাজার ডাক্তার আন্দোলন করছেন। তার মধ্যে কারা বদলি হয়েছেন, জানি না। আবার আমার মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মিড লিড করার চেষ্টা করছে কেউ। তবে আমি এটা জানি না। না জেনে বলছি। কিন্তু, মুখ্যমন্ত্রীকে কেউ যেন ভুলপথে চালিত না করেন।”

আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি দিতে মমতার উদ্যোগের প্রশংসা করেন প্রবীণ তৃণমূল নেতা। বলেন, “আমি তিলোত্তমার বাড়িতে গিয়েছিলাম। অনেকক্ষণ ছিলাম। ওঁর মা অঝোরে কাঁদছিল সেইসময়। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করার করেছেন। সিবিআই-কে সবরকম সাহায্য করা হচ্ছে। সিবিআই যাতে গড়িমসি না করে, সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় সময় বেঁধে দিয়েছেন।”

বুধবার রাতে আরজি করে হামলার ঘটনার নিন্দা করে শোভনদেব বলেন, “বুধবার রাতে আরজি করে হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। রাত দখলের মিছিলে তৃণমূল সমর্থক মহিলারাও ছিলেন। কিন্তু, রাজনৈতিক পতাকা ছাড়াই। হামলায় যুক্তরা যারই লোক হোক, কাউকে রেয়াত করা হবে না বলে মুখ্যমন্ত্রীই জানিয়েছেন। অভিমুখ ঘোরানোর প্রচেষ্টার জন্য এই হামলা। অনেক বড় চক্র রয়েছে এর পিছনে। যে চক্র রয়েছে, সেই চক্র ফাঁস হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন, অভিমুখ ঘোরানো যাবে না।”

দিন দুয়েক আগে তৃণমূলের সদ্য প্রাক্তন মুখপাত্র শান্তনু সেন ক্ষোভের সুরে বলেছিলেন, “মাননীয়া, আমার নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না। আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে।” এবার শোভনদেব আবেদন জানালেন, মমতাকে যেন কেউ ভুলপথে চালিত না করেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)